সিরিয়া আহ্বান জানালে দেশটির আকাশ রক্ষা করবে ইরান

সিরিয়া আহ্বান জানালে দেশটির আকাশ রক্ষা করবে ইরান

সিরিয়া, ইরান, ফারজাদ ইসমাইলি, সন্ত্রাসী গোষ্ঠী, তাকফিরি, দামেস্ক, দায়েশ,

ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি বলেছেন, দামেস্ক আহ্বান জানালে সিরিয়ার আকাশসীমা রক্ষায় প্রস্তুত রয়েছে ইরানি বিমান বাহিনী।

বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সিরিয়ার সরকার ও জনগণের পাঁচ বছরের লড়াইয়ের প্রশংসা করেছেন তিনি। জেনারেল ইসমাইলি বলেন, দামেস্কের অনুমতি ছাড়া সিরিয়ার মাটিতে যেকোনো সামরিক উপস্থিতিই পরাজিত হবে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন