তুরস্ককে সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেছে ফ্রান্স
তুরস্ককে সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেছে ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সিরিয়ার কুর্দি এলাকায় বোমাবর্ষণ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে । সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের কুর্দি অধ্যুষিত এলাকায় তুর্কি বোমাবষর্ণে পরিস্থিতির অবনতি হওয়ায় প্যারিস উদ্বিগ্ন বলেও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ফরাসি মন্ত্রণালয় বলেছে, “আমরা সিরিয়া ও তার মিত্র এবং কুর্দি এলাকায় তুর্কি সরকারের সব ধরনের বোমাবর্ষণ বন্ধের জন্য আহ্বান জানাচ্ছি।” ফ্রান্সের এ বিবৃবিতে আরো বলা হয়েছে- তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই করা সবার প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত এবং সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে গত শুক্রবার জার্মানির মিউনিখ শহরে ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপের সম্মেলনে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়ন করা জরুরি।
গতকাল (শনিবার) থেকে তুরস্কের সেনাবাহিনী আলেপ্পো প্রদেশের সীমান্তবর্তী এলাকায় সিরিয়ার ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টি বা পিওয়াইডি’র কুর্দি যোদ্ধাদের অবস্থানে গোলাবর্ষণ শুরু করেছে এবং আজও তা অব্যাহত রয়েছে। তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা এ খবর নিশ্চিত করেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন