জন কেরিকে রাশিয়ার হুঁশিয়ারি

জন কেরিকে রাশিয়ার হুঁশিয়ারি

জন কেরি, রাশিয়া , ইউরোনিউজ, রাশিয়ার প্রধানমন্ত্রী, সিরিয়া,

ইউরোনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, সিরিয়ায় যেকোনো ধরণের স্থল অভিযান চালানো হলে তাতে “সর্বাত্মক যুদ্ধ” শুরু হয়ে যাবে।

মেদভেদেভ বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই যে, কেউ নতুন যুদ্ধের বিষয়ে আগ্রহী নন। আর স্থল অভিযান চালানো হলে তাতে সর্বাত্মক যুদ্ধ দেখা দেবে।”

সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা ভেঙে গেলে দেশটিতে আরো সেনা পাঠানো হতে পারে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গেও কথা বলেন মেদভেদেভ।

কেরির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এসব হলো একেবারে অর্থহীন কথাবার্তা। কেরি যদি দীর্ঘস্থায়ী যুদ্ধ চান তবে স্থল অভিযান বা অন্য কিছু চালাতে পারেন তিনি।” একই সঙ্গে কেরির উদ্দেশে রুশ প্রধানমন্ত্রী বলেন, "কাউকে ভয় দেখানোর চেষ্টা করবেন না।"

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন