ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় সৌদি হারাচ্ছে তার সেনাদল
ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় সৌদি হারাচ্ছে তার সেনাদল
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের সীমান্তবর্তী ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে অবস্থিত মিদি এলাকায় ইয়েমেনি স্নাইপারদের হামলায় গতকাল (রোববার) পাঁচ সৌদি সেনা নিহত হয়।
এর আগের দিন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় আরেক সৌদি সেনা নিহত হয়। এছাড়া, ইয়েমেনি বাহিনী নাজরান প্রদেশে সৌদি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে একটি সামরিক যান ধ্বংস হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
সৌদি জঙ্গি বিমান ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের জিন্দ এলাকায় বোমা বর্ষণ করলে এক বেসামরিক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়। সৌদি বাহিনী ইয়েমেনের মা'রিব প্রদেশের সিরওয়া শহরের আ-তাহিল এলাকায় অন্তত ১০ বার বোমা বর্ষণ করেছে। এতে ওই এলাকার আটটি বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। সৌদি বাহিনী সেখানকার আত-তাহিল মসজিদও গুঁড়িয়ে দিয়েছে।
এদিকে, সৌদি জঙ্গি বিমান গতকাল (রোববার) ইয়েমেনের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করেছে। সৌদি বাহিনী ইব প্রদেশের বাদান এলাকায় একটি স্কুলের ওপর বোমা বর্ষণ করলে এর অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন