২২ বাহমান: রাস্তায় নেমেছে ইরানের কোটি জনতা

২২ বাহমান: রাস্তায় নেমেছে ইরানের কোটি জনতা

ইরানি বিপ্লব, ইরান, বিপ্লব, ইমাম খোমেনী, মহাবিপ্লব, ড. রুহানি, আজাদি স্কয়ার, তেহরান, পাকিস্থান, আইএসআইএল, খারেজি, দায়েশ, পয়গামে ইসলাম,

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৩৭তম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছেন। রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর মূল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানের ইসলামি বিপ্লব চূড়ান্তভাবে বিজয়ী হয়। বিপ্লব বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন জগদ্বিখ্যাত ইরানের আলেম এবং জনমানুষের মহান নেতা হযরত ইমাম খোমেনী (র)।

সে দিনের স্মরণে আজ ইরানের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে বিজয় উদযাপন করছেন। ইসলামি বিপ্লবের মাধ্যমে রাজতান্ত্রিক পাহলভি সরকারের পতন হয়। 

আজ রাজধানী তেহরানে বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, সংসদ স্পিকার ড. আলী লারিজানি ও বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ অমুলি লারিজানিসহ দেশের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন। সেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ইউনিটের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকেও দেখা গেছে। 

বিজয় শোভাযাত্রা চলাকালে প্রেসিডেন্ট রুহানি সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তার দিক থেকে ইসলামি ইরান এখন গোটা মধ্যপ্রাচ্যে আদর্শ স্থাপন করেছে। 

নতুন কমেন্ট যুক্ত করুন