ইরানি জাতি কখনই হুমকিতে মাথানত করে না: ড. রুহানি
ইরানি জাতি কখনই হুমকিতে মাথানত করে না: ড. রুহানি
ইসলামি বিপ্লবের পর গত ৩৭ বছরে বলদর্পী দেশগুলো এ বাস্তবতা ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর জনসমাবেশে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন ইরানিরা কখনই চাপ ও হুমকির কাছে মাথানত করে না।
ইসলামি বিপ্লব বিজয়ের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ৩৭ বছর আগের এ দিনেই ইরানিদের বিপ্লব সফল হয়। ইরানিরা নিজ দেশের ভবিষ্যত নির্ধারণের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়। ইরানিরা শত শত বছর ধরে আধিপত্যকামীদের নিয়ন্ত্রণে জীবনযাপন করেছে। একজন স্বৈরাচারী ব্যক্তির মাধ্যমে দেশের ভবিষ্যত নির্ধারিত হচ্ছিল। জনগণ সাংবিধানিক বিপ্লবসহ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ব্যাপক সাফল্য অর্জন করতে পারলেও স্বৈরতন্ত্রের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছিল না।
তিনি আরও বলেন, দশকের পর দশক ধরে বিভিন্ন বিজাতীয় শক্তি বিশেষ করে আমেরিকা ইরানি জনগণের ওপর আধিপত্য বিস্তার করে রেখেছিল। ইরানের মানুষ স্বৈরতন্ত্র এবং বিদেশিদের আধিপত্য ও সাম্রাজবাদ থেকে মুক্তি পেতে স্বাধীনতা ও ইসলামি প্রজাতন্ত্রের পথ বেছে নেয়। তিনি বলেন, “আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো ইসলামি বিপ্লবকে রক্ষা করা।
নতুন কমেন্ট যুক্ত করুন