সর্বোচ্চ সতর্কাবস্থায় রুশ সেনাবাহিনী

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন যে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। রুশ সামরিক বাহিনীর যুদ্ধ-প্রস্তুতি যাচাই করে দেখার জন্য বিশাল মহড়া শুরুর আগে মুহূর্তে এ সতর্কাবস্থা তৈরি করা হয়।

সর্বোচ্চ সতর্কাবস্থায় রুশ সেনাবাহিনী

রুশ সেনাবাহিনী, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী, রাশিয়া, সের্গেই শোইগু, সামরিক পরিবহন, নৌবাহিনী,

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন যে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। রুশ সামরিক বাহিনীর যুদ্ধ-প্রস্তুতি যাচাই করে দেখার জন্য বিশাল মহড়া শুরুর আগে মুহূর্তে এ সতর্কাবস্থা তৈরি করা হয়।

তিনি জানান, সেনারা মহড়া এলাকায় জড়ো হয়েছে এবং তাদেরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। রাশিয়ার বিমান বাহিনী, সামরিক পরিবহন বিমান এবং নৌবাহিনীও এ মহড়ায় অংশ নিচ্ছে। সের্গেই শোইগু জানিয়েছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় রাশিয়ার সেনাদের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা যাচাই করে দেখার জন্য এ মহড়া চালানো হচ্ছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, শ্যূটিং রেঞ্জের মধ্যে যখন বোমা হামলা শুরু হবে তখন সেখানে বিমান বাহিনী পুনঃমোতায়েন করার মহড়া চালানো হবে।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন