সিরিয়ায় রুশ হামলাকে সমর্থন দিল জাতিসংঘ কমিশন
সিরিয়ায় রুশ হামলাকে সমর্থন দিল জাতিসংঘ কমিশন
জাতিসংঘের একটি তদন্ত কমিশন সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাশিয়ার চলমান বিমান হামলাকে সমর্থন দিয়েছে । কমিশনের সদস্য বলেছেন, “আমি মনে করি রুশ বিমান অভিযান একটি ভালো পদক্ষেপ কারণ কেউ না কেউ চূড়ান্তভাবে এই সন্ত্রাসী গোষ্ঠীকে হামলা করত।”
৬৬ বছর বয়সী সুইস নাগরিক কার্লা ডেল পন্টে এর আগে জাতিসংঘ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, সিরিয়ায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসা জরুরি।
রুশ হামলার বিষয়ে তিনি কিছু সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, বিমান হামলার ক্ষেত্রে দৃশ্যত রাশিয়া সন্ত্রাসী গোষ্ঠী ও অন্যদের মধ্যে তেমন কোনো পার্থক্য করছে না।
নতুন কমেন্ট যুক্ত করুন