লতাকিয়ায় ৪টি গ্রাম পুর্নদখলে নিল সিরিয়া সেনাবা্হিনী

লতাকিয়ায় ৪টি গ্রাম পুর্নদখলে নিল সিরিয়া সেনাবা্হিনী

লতাকিয়া, সিরিয়া সেনাবা্হিনী, সিরিয়া, আল-হুর, আল-রাওইয়েসাত, আল-সুইডিয়া, তাকফিরি দায়েশ, দায়েশ, তাকফিরি

সিরিয়ার সেনাবাহিনী স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির উপকূলীয় লতাকিয়া প্রদেশে সফল অভিযান চালিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চারটি গ্রাম পুর্নদখলে নিয়েছে।

সেনাবাহিনী গতকাল (সোমবার) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় লতাকিয়া প্রদেশের আল-হুর, আল-রাওইয়েসাত, আল-সুইডিয়া এবং আল-ওয়াদি আল-আযরাক গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে বলে 'সানা' বার্তা সংস্থা জানিয়েছে।সিরিয় বাহিনী ওই এলাকার আরো কয়েকটি কৌশলগত এলাকা এবং পাহাড়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

সেনাবাহিনীর এসব অভিযানে তাকফিরি দায়েশ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পাশাপাশি বহু সন্ত্রাসী তুরস্কের সীমান্তের দিকে পালিয়ে গেছে বলেও সানা জানিয়েছে।আল-হুর এবং রাওইয়েসাত গ্রাম দুটি দখলে নেয়ার ফলে সেনাবাহিনী লতাকিয়ার উত্তর উপকণ্ঠে অবস্থিত সন্ত্রাসীদের সর্বশেষ শক্তঘাঁটি কিনসাব্বার কাছাকাছি চলে এসেছে বলে জানা গেছে।

এছাড়া, হোমস প্রদেশের পূর্ব উপকণ্ঠে অবস্থিত মাহিন এবং কারিয়াতায়ান শহরের মাঝামাঝি স্থানে দায়েশের কয়েকটি এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে খবর পাওয়া গেছে।

সেনাবাহিনীর অভিযানে তাকফিরি দায়েশের কয়েক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে।এছাড়া সেনাবাহিনী তাকফিরি দায়েশের পুঁতে রাখা বহু বোমা এবং মাইন নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলে ‘সানা’ জানিয়েছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন