রাশিয়া দায়েশিদের হামলার পরিকল্পনা ব্যর্থ করল

রাশিয়া দায়েশিদের হামলার পরিকল্পনা ব্যর্থ করল

রাশিয়া,  দায়েশ, আইএসআইএল, তাকফিরি গোষ্ঠী, মস্কো, সেন্ট পিটার্সবার্গ,

উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীরা রাশিয়ার কয়েকটি শহরে হামলার পরিকল্পনা করেছিল। এ ঘটনায় রাশিয়া সাতজনকে আটক করেছে।

রাশিয়ার এফএসবি নিরাপত্তা পুলিশ আজ (সোমবার) এসব সন্ত্রাসীকে আটক করে। এর মধ্যে রাশিয়া ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের নাগরিক রয়েছে। রাশিয়ার উরাল হ্রদ এলাকার ইয়েকাতেরিনবার্গ শহর থেকে দায়েশ সন্ত্রাসীদের আটক করা হয়। এফএসবি জানিয়েছে, সন্ত্রাসীরা রাশিয়ার রাজধানী মস্কো, সেন্ট পিটার্সবার্গ শহর ও উরাল এলাকার এসভার্দলোভস্ক শহরে হামলার পরিকল্পনা করেছিল। নিরাপত্তা সংস্থা বিস্তারিত না জানিয়ে বলেছে, এ গোষ্ঠীর নেতৃত্বে ছিল তুরস্ক থেকে আসা এক দায়েশ সন্ত্রাসী।

রাশিয়ার সন্ত্রাসবাদ-বিরোধী জাতীয় কমিটির মুখপাত্র আন্দ্রে ফ্রেজদমস্কি গত ২৯ জানুয়ারি বলেছিলেন, দায়েশ সন্ত্রাসীরা রাশিয়া ও ইউরোপে হামলার পরিকল্পনা করছে। এর কয়েকদিন পর সাত সন্ত্রাসীকে আটকের খবর এল।

 

নতুন কমেন্ট যুক্ত করুন