সৌদি নীতিকে পরিচালনা করছে আমেরিকা

সৌদি নীতিকে পরিচালনা করছে আমেরিকা

সৌদি, আমেরিকা, সামরিক বাহিনী, মেজর, সৌদি আরব, ইসরাইল,

ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল হাসান ফিরুজাবাদি বলেছেন, পশ্চিম এশিয়ায় সৌদি আরবের মাধ্যমে মার্কিন বিদ্বেষপূর্ণ নীতি বাস্তবায়নের কাজ করছে আমেরিকা। ফলে সৌদি আরব এ অঞ্চলে যে নীতি অনুসরণ করছে তাতে আমেরিকার হাত রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক ও অথনৈতিক ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতা এবং সন্ত্রাসবাদকে সমর্থনের কারণে সৌদি আরব ভেতর থেকে দুর্বল হয়ে গেছে। তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল মারাত্মক হতাশায় ভুগছে আর সেই শক্তির হাতে রয়েছে সৌদি নীতির লাগাম।  

জেনারেল ফিরুজাবাদি বলেন, এই তিন চক্রের হাত থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কোনো দেশ রেহাই পাচ্ছে না। আমেরিকা, সৌদি আরব ও ইসরাইলের বিষয়ে সব মুসলমানকে সতর্ক থাকার জন্য এবং আমেরিকাকে তাদের দেশে হস্তক্ষেপ করার অনুমতি না দেয়ার আহ্বান জানান।

 

নতুন কমেন্ট যুক্ত করুন