সৌদি আরব হারাচ্ছে সেনা
সৌদি আরব হারাচ্ছে সেনা
ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এবং আসির সীমান্তে সৌদি বাহিনীর অন্তত দুই সেনা নিহত হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের ৮৪৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজরান প্রদেশে ইয়েমেনি বাহিনীর সঙ্গে সংঘর্ষে সৌদি বাহিনীর সার্জেন্ট খালেদ বিন মোহাম্মাদ নিহত হয়েছে সৌদি আরবের সামরিক বাহিনী গতকাল (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছে। এছাড়া, ইয়েমেন ভূখণ্ড থেকে ছোড়া গোলার আঘাতে সৌদি আরবের সীমান্তবর্তী আসির এলাকায় অজ্ঞাত আরেক সৌদি সেনা নিহত হয়।
এদিকে, ইয়েমেনি বাহিনীর হামলায় সৌদি আরবের ভাড়াটে ১০০ জনের বেশি সেনা নিহত এবং অপর ১৫০ জন আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর বের হয়েছিল সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি তা নাকোচ করে দিয়েছেন। ইয়েমেন বাহিনী দেশটির কেন্দ্রীয় মারিব প্রদেশের আল-জাদান এলাকায় একটি বড় সামরিক ঘাঁটিতে তোচকা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ওই সব ভাড়াটে সৌদি সেনা নিহত হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন