‘সাইবার হামলার শিকার হতে পারে ব্রিটেনের পরমাণু বোমা’

‘সাইবার হামলার শিকার হতে পারে ব্রিটেনের পরমাণু বোমা’

‘সাইবার হামলার, ব্রিটেন, পরমাণু বোমা, সাবমেরিন,

ব্রিটেনের সাবমেরিনে বসানো পরমাণু বোমা সাইবার হামলার শিকার হতে পারে বলে নতুন এক প্রতিবেদনে আশংকা প্রকাশ করা হয়েছে। ইউরোপীয় লিডারশিপ নেটওয়ার্ক বা ইএলএন নামের একটি থিংক ট্যাংক এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ব্রিটেনের পরমাণু বোমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ব্রিটেনের পরমাণু বোমার বিরুদ্ধে সাইবার হামলা ঠেকাতে কখনোই পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি। পরমাণু বোমা ছোঁড়ার অনুমোদন দিয়ে রেডিও বার্তা পাঠানো হয়। হ্যাকাররা এ রেডিও বার্তা দখল নেয়ার চেষ্টা করেছে বলে আলামত পাওয়া গেছে। যেকোনোভাবেই হোক না কেন হ্যাকাররা পরমাণু সাবমেরিন বা পরমাণু বোমার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতে পারে বলেও প্রচণ্ড উদ্বেগ দেখা দিয়েছে। ব্রিটেন পরবর্তী প্রজন্মের পরমাণু বোমাবাহী সাবমেরিন তৈরির উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

নতুন কমেন্ট যুক্ত করুন