নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সঠিক সময়ে নির্ভুল সিদ্ধান্ত নিতে হবে: সর্বোচ্চ নেতা

নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সঠিক সময়ে নির্ভুল সিদ্ধান্ত নিতে হবে: সর্বোচ্চ নেতা

আলী শামখানি, ইরান, খামেনেয়ী, ইমাম খোমেনী,

আজ (বুধবার) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি ও এই পরিষদের পদস্থ কর্মকর্তারা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের পরিবেশ ও কার্যকলাপ হতে হবে সঠিক বিপ্লবী চিন্তাধারার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

বর্তমান বিশ্বে ‘নিরাপত্তা’ সংক্রান্ত বিষয়ের জটিলতা ও নানামুখী দিক তুলে ধরে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সঠিক সময়ে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের দায়িত্ব।

সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলোর একটি হচ্ছে নিরাপত্তা এবং এ কারণে পবিত্র কুরআনে বিষয়টির প্রতি বহুবার ইঙ্গিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দেশের নিরাপত্তা এখন আর শুধু আইন-শৃঙ্খলা ও সামরিক বিষয়ে সীমাবদ্ধ নেই বরং তা অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।

কোনো কোনো মহল ইরানের ইসলামি বিপ্লবি স্রোতধারার গতি পরিবর্তন করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)’র চিন্তাধারা তার লিখিত গ্রন্থগুলোতে বিদ্যমান রয়েছে। কাজেই বিপ্লবের মূল স্রোতধারা খুঁজতে হলে ইমামের প্রদর্শিত পথ অনুসরণ করতে হবে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন