'ইয়েমেনে যুদ্ধ জয়ের আশা নেই' হতাশ সৌদি আরব

সৌদি  সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি  গতকাল (সোমবার) বলেছেন, প্রতিবেশী ইয়েমেনের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব যুদ্ধের ‘চোরাবালিতে’ আটকা পড়েছে। তিনি আরো বলেন, সঠিক টার্গেটে বিমান হামলা চালানোর জন্য মার্কিন এবং ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞরা সৌদি বাহিন

'ইয়েমেনে যুদ্ধ জয়ের আশা নেই' হতাশ সৌদি আরব

সৌদি  সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি  গতকাল (সোমবার) বলেছেন, প্রতিবেশী ইয়েমেনের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব যুদ্ধের ‘চোরাবালিতে’ আটকা পড়েছে। তিনি আরো বলেন, সঠিক টার্গেটে বিমান হামলা চালানোর জন্য মার্কিন এবং ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞরা সৌদি বাহিনীকে পরামর্শ দিচ্ছেন।

গত বছরের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তবে আগ্রাসন সত্ত্বেও এ পর্যন্ত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে বা জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনকে দমন বা তাদের শক্তি খর্ব করতে পারে নি আলে সৌদ সরকারের আগ্রাসী বাহিনী।

যুদ্ধের শুরুর পর থেকে এ পর্যন্ত ৮,২৭০ জনের বেশি ব্যক্তি নিহত এবং ১৬,০১৫ ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২,২৩৬টি শিশু রয়েছে। সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় ইয়েমেনের বহু হাসপাতাল, স্কুল ও কারখানাসহ অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

সৌদি বাহিনী ইয়েমেনের বেসামরিক ব্যক্তিদেরকে টার্গেট করে হামলা চালিয়েছে বলে সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। তারা দেশটির ওপর চালানো ১১৯টি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন