ইতালির প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীকে ইরান সফরের দাওয়াত

ইতালির প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীকে ইরান সফরের দাওয়াত

ইতালির প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীকে ইরান সফরের দাওয়াত

ইতালি, ইরান, হাসান রুহানি, পরমাণু,

ইতালি সফরের সময় দেশটির প্রেসিডেন্ট  সের্গিও মাত্তারেলা ও প্রধানমন্ত্রী মাত্তেও রেনজিকে ইরান সফরের দাওয়াত দিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ইতালি থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে তিনি জানান, ইতালির নেতারা ইরান সফরের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন। ইতালির জনগণকে খুবই অতিথি পরায়ন বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে, ইতালিতে বসবাসরত ইরানি নাগরিকদের দেয়া এক নৈশভোজে অংশ নিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, তার সরকার সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে তিনি বলেন, ইরানি জনগণের প্রতিরোধমূলক অবস্থান ও বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক না থাকার কারণে ইরান আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে রয়েছে 

প্রেসিডেন্ট রুহানি বলেন, উন্নয়নের ক্ষেত্রে নিষেধাজ্ঞা একটা বড় বাধা ছিল কিন্তু তার সরকার সে সমস্যা সমাধান করেছে। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতা করা সম্ভব হয়েছে সর্বোচ্চ নেতার সমর্থনের কারণে।

ইতালি সফরের পাশাপাশি ড. রুহানি ভ্যাটিক্যান সিটিতে খ্রিস্টানদের যাজক পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা ধর্মের অবমাননা, সন্ত্রাসবাদ ও চরমপন্থা নিয়ে আলোচনা করেন।

 

নতুন কমেন্ট যুক্ত করুন