দিশেহারা দায়েশিরা হত্যা করছে নিজেদেরকেই
দিশেহারা দায়েশিরা হত্যা করছে নিজেদেরকেই
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে নিজেদের তিন কমান্ডারকে হত্যা করেছে কারণ তারা সন্ত্রাসী গোষ্ঠী থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
ঘটনার সঙ্গে জড়িত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, তিন দায়েশ কমান্ডার মসুল শহর থেকে পালিয়ে যেতে চেয়েছিল; এ কারণেই তাদেরকে হত্যা করা হয়। ইরাকের ইংরেজি ভাষার পত্রিকা ইরাকি নিউজ এ খবর দিয়েছে।
সূত্রটি জানিয়েছে, তিন কমান্ডারকে মসুল শহরে প্রকাশ্যে লোকজনের সামনে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়। ইরাকের হাউয়িজা শহরে দায়েশ তাদের নিজেদের ১০ সন্ত্রাসীকে গলা কেটে হত্যা করার দিনই মসুলে তিন কমান্ডারকে হত্যা করার খবর বের হলো। পরে ওই ১০ জনের লাশ অজ্ঞাত স্থানে নেয়া হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন