মার্কিন সামরিক বাহিনীতে যৌন সহিংসতার মাত্রা ৫৫ ভাগ বেড়েছে

মার্কিন সামরিক বাহিনীতে যৌন সহিংসতার মাত্রা ৫৫ ভাগ বেড়েছে

মার্কিন সামরিক বাহিনীতে যৌন সহিংসতার মাত্রা ৫৫ ভাগ বেড়েছে

যৌন হামলা, যৌন হয়রানি, মার্কিন সামরিক একাডেমি, যৌন নির্যাতন, মার্কিন, সিরিয়া, ইরাক, আমেরিকা,

আমেরিকার তিনটি সামরিক একাডেমিতে যৌন নির্যাতনের মাত্রা গত বছরের চেয়ে ৫০ ভাগের বেশি বেড়েছে বলে মার্কিন সেনাবাহিনীর প্রধান দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।মার্কিন মিলিটারি একাডেমি, নৌ একাডেমি এবং বিমান বাহিনী একাডেমিতে যৌন হয়রানি এবং সহিংসতা বিষয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।   

নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্টের মার্কিন মিলিটারি একাডেমি, মেরিল্যান্ডের এনাপুলিসের নৌ একাডেমি, কলোর‍্যাডের কোলোর‍্যাডো স্প্রিংসে অবস্থিত বিমান বাহিনীর একাডেমিতে পেন্টাগনের চালানো এক প্রতিবেদনে দেখা গেছে ২০১৪-২০১৫ সালে 'যৌন হয়রানি এবং সহিংসতা' বিষয়ে  ৯১টি মামলা হয়েছে। গতকাল (শুক্রবার) মার্কিন 'মিলিটারি টাইমস' এ খবর দিয়েছে। 

যৌন হয়রানির ৫৪টি মামলার ওপর কোন সীমাবদ্ধতা আরোপ করা হয়নি। মার্কিন কমান্ডার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এসব মামলার পূর্ণাঙ্গ তদন্ত করতে পারবে বলে মার্কিন সামরিক একাডেমিতে যৌন হয়রানি ও সহিংসতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনের লেখকরা এ কথা জানিয়েছেন।

 

২০১১ সালের পর থেকে বিমান বাহিনী একাডেমিতে সবচেয়ে বেশি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। ২০১৪-২০১৫ সালে ৪৯টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে।এদের মধ্যে ২৭টি মামলার ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয় নি বা এগুলো পূর্ণাঙ্গ তদন্ত পাবার যোগ্য বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির ক্যাডেটরা ১৭টি মামলা দায়ের করেছেন যার মধ্যে ১৫টি পূর্ণাঙ্গ তদন্ত পাবার যোগ্য।অন্যদিকে নৌ একাডেমিতে ২৫টি মামলা হয়েছে যার অর্ধেক মামলা পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার যোগ্য বা কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।

 

মার্কিন সামরিক একাডেমিতে নারীরাই বেশিভাগ যৌন হামলার মামলা দায়ের করেছেন।তবে ওয়েস্ট পয়েন্ট মিলিটারে একাডেমিতে ১২ ভাগ এবং নৌ ও বিমান বাহিনীতে যথাক্রমে ১৬ এবং ১০ ভাগ পুরুষের ওপর যৌন হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে, মার্কিন সামরিক একাডেমিতে ২০১৪-২০১৫ সালে যৌন হয়রানির মাত্রা বেড়েছে।ওই বছর ২৮টি যৌন হয়রানির অভিযোগ উঠেছে।এর আগের বছর এই সংখ্যা ছিল ২০টি।

 

নতুন কমেন্ট যুক্ত করুন