সন্ত্রাসীদের নির্মূলের জন্য প্রয়োজনে পরমাণু হামলা করব: পুতিন
সন্ত্রাসীদের নির্মূলের জন্য প্রয়োজনে পরমাণু হামলা করব: পুতিন
রাশিয়ার টেলিভিশন চ্যানেলে সম্প্রাচারিত একটি ডকুমেন্টারিতে প্রেসিডেন্ট পুতিন বলেছেন: সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে ধ্বংসের জন্য প্রয়োজনে পরমাণুবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে। তিনি পরিষ্কার করে বলেছেন, প্রচলিত বোমা হামলার মাধ্যমে যদি দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব না হয় তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করা হতে পারে।
এদিকে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে কী হচ্ছে এবং অস্ত্রগুলো কীভাবে কাজ করছে তা আমাদেরকে অবশ্যই পর্যালোচনা করে দেখতে হবে। তিনি বলেন, সাগর ও আকাশ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর তার কার্যকারিতা প্রমাণ হয়েছে; এখন প্রচলিত ও বিশেষ ওয়ারহেড বা পরমাণু অস্ত্র সজ্জিত করতে হবে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে। তবে সন্ত্রাসীদের নির্মূলের জন্য পরমাণু অস্ত্র লাগবে না বলে প্রেসিডেন্ট পুতিন আশা করেন।
নতুন কমেন্ট যুক্ত করুন