নরেন্দ্র মোদি রাশিয়ার জাতীয় সংগীতকে অবমাননা করেছেন!
নরেন্দ্র মোদি রাশিয়ার জাতীয় সংগীতকে অবমাননা করেছেন!
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বুধবার রাতে মোদি নিজের অজান্তে রাশিয়ার জাতীয় সংগীত অবমাননা করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই পরিবেশিত খবরে বলা হয়েছে, বুধবার রাতে মস্কো বিমানবন্দরে পৌঁছানোর পর রুশ সামরিক বাহিনীর ব্যান্ডে যখন দেশটির জাতীয় সংগীত বাজানো হচ্ছিল তখন হাঁটতে শুরু করেন মোদি। প্রটোকল অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশনের সময়ে মোদির দাঁড়িয়ে থাকার কথা ছিল।
রুশ কর্মকর্তার ইংগিতের ভুল অর্থ করে তিনি হাঁটতে শুরু করেন বলে খবরে উল্লেখ করা হয়। বিমানবন্দরে মোদি পা দেয়ার পরপরই এক রুশ কর্মকর্তা ইংগিত দেন। সম্ভবত রুশ সামরিক ব্যান্ড বাজানোর জন্য এ ইংগিত দেয়া হয়। সে সময় আরেক রুশ কর্মকর্তা মোদিকে টেনে ধরেন। এরপর মোদি দাঁড়িয়ে পড়েন।
নতুন কমেন্ট যুক্ত করুন