মিস ইরাককে নিয়ে কি করতে চায় আইএসআইএল?

মিস ইরাককে নিয়ে কি করতে চায় আইএসআইএল?

শায়মা কাসিম, ইরাক, দায়েশ, বাগদাদ, সন্ত্রাসী গোষ্ঠী, অপহরণ, আইএসআইএল,

কুয়েতের দৈনিক আল-ওয়াতান পত্রিকার এক খবরে দায়েশ জঙ্গি গোষ্ঠি সম্প্রতি ইরাকে কথিত সুন্দরী প্রতিযোগিতায় নির্বাচিত সেরা সুন্দরী শায়মা কাসিমকে আইএসআইএল বা দায়েশে যোগ দিতে বলেছে। তাকে বারবার টেলিফোন করে দায়েশে যোগ দিতে বলা হয়েছে অন্যথায় তাকে অপহরণ করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

১৯৭২ সালের পর গত শনিবার প্রথম ইরাকের রাজধানী বাগদাদে সুন্দরী প্রতিযোগিতা হয় এবং তাতে শায়মা কাসিম ‘মিস ইরাক’ নির্বাচিত হন। এরপরই তাকে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেয়ার জন্য টেলিফোনে বলা হয়েছে। এর আগে দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে নারী অপহরণ ও ধর্ষণের বহু অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, কথিত যৌন জিহাদের মতো নোংরা প্রথাও চালু করেছে এ গোষ্ঠী।

 

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন