দায়েশকে ধ্বংস করবে করবে রাশিয়া ও ফ্রান্স

দায়েশকে ধ্বংস করবে করবে রাশিয়া ও ফ্রান্স

দায়েশ, রাশিয়া,  ফ্রান্স, লে দ্রিয়ান, সিরিয়া, তাকফিরি, প্যারিস,

রাশিয়ার রাজধানী মস্কোয় সোমবার ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জন ইভস লে দ্রিয়ান ও তার রুশ সমকক্ষ সের্গেই শোইগু’র মধ্যে এক বৈঠকে সমঝোতা হয় যে, সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে পরস্পরকে সহযোগিতা করবে।

বৈঠক শেষে লে দ্রিয়ান বলেন, “আমরা সামরিক তথ্য বিনিময় শক্তিশালী করতে সম্মত হয়েছি। সিরিয়ায় তৎপর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান এবং সেগুলোর ওপর হামলার কাজে এসব তথ্য ব্যবহার করা হবে।”

সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা নিয়ে যখন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ও রাশিয়ার মধ্যে টানাপড়েন চলছে তখন প্যারিস ও মস্কোর মধ্যে এ সমঝোতা হলো। মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য ফ্রান্স।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী এ সম্পর্কে দাবি করেন, রাশিয়ার সঙ্গে ফ্রান্সের কোনো মতবিরোধ নেই। দায়েশ বিরোধী যুদ্ধে সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে একইসঙ্গে লে দ্রিয়ান জানান, দায়েশ-বিরোধী যুদ্ধে রাশিয়া ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার কোনো ইচ্ছা প্যারিসের নেই।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন