উটকে চুমু দেয়ায় প্রতিদান স্ত্রী তালাকের আদেশ!

উটকে চুমু দেয়ায় প্রতিদান স্ত্রী তালাকের আদেশ!

সৌদি আরব, সৌদি, আরব, নারি, উটকে চুমু, চুমু, তালাক,

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যে, সৌদি আরবে উটকে চুমু দেয়ায় এক গৃহবধূকে তালাকের আদেশ দিয়েছে তার শাশুড়ি। 
প্রতিবেদনে বলা হয়েছে, ওই বধূর শ্বশুরবাড়ি সৌদি আরবের রাজধানী রিয়াদের পশ্চিমের একটি এলাকায়। একদিন শাশুড়ির সামনেই সে ওই বাড়িতে থাকা একটি উটকে চুমু দেয়। ব্যস, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি। এতে ধর্মীয় আইন এবং সামাজিক আইনের লঙ্ঘন হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ছেলেকে দ্রুত তার স্ত্রীকে তালাক দেয়ার আদেশ দেন। ছেলে অবশ্য তার মায়ের এই আদেশ মানতে পারেনি। সংসারে অশান্তি এড়াতে স্ত্রীকে সে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। 

নতুন কমেন্ট যুক্ত করুন