শুক্রবার দিবা রাত্রির আমল সমূহ

শুক্রবার দিবা রাত্রির আমল সমূহ

শুক্রবারের আমল, শুক্রবার, ইয়ামুল জুমআ, জুমআর নামাজ,

শুক্রবার দিন ও রাতকে কেন্দ্র করে একাধিক আমল বর্ণিত হয়েছে।

শুক্রবার রাত্রির আমল

১-  শুক্রবারে বেশি বেশি নিন্মোক্ত যিকিরটি পাঠ করা উত্তম হচ্ছে:

‏ سُبْحانَ اللّهِ، وَ اللّهُ أَكْبَر، وَ لَا إِلَه إِلاّ اللّهُ

২- বেশি বেশি দুরুদ শরিফ পাঠ করা। উক্ত রাতে অন্তত পক্ষে ১০০ বার দুরুদ শরিফ পাঠের জন্য গুরুত্বারোপ করা হয়েছে।

ইমাম সাদিক (আ.) বলেছেন: রাসুল (সা.) এবং তাঁর আহলে বাইতের উপরে দুরুদ প্রেরণ হচ্ছে হাজার সৎকর্ম অপেক্ষা উত্তম এবং তা হাজার গুনাহকে মিটিয়ে দেয়া হবে। বৃহস্পতিবারের আসরের সময় থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত দুরুদ শরিফ পাঠ করা উত্তম।

শেইখ ‍তুসির বর্ণনামতে বৃহস্পতিবার নিন্মরূপভাবে ইস্তেগফার পাঠ করা উত্তম:

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَ أَتُوبُ إِلَيْهِ تَوْبَةَ عَبْدٍ خَاضِعٍ مِسْكِينٍ مُسْتَكِينٍ لا يَسْتَطِيعُ لِنَفْسِهِ صَرْفا وَ لا عَدْلا وَ لا نَفْعا وَ لا ضَرّا وَ لا حَيَاةً وَ لا مَوْتا وَ لا نُشُوراً وَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ وَ عِتْرَتِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ الْأَخْيَارِ الْأَبْرَارِ وَ سَلَّمَ تَسْلِيماً .

শুক্রবারের রাতে নিন্মোক্ত সুরা সমূহ পাঠ করা উত্তম যেমন: সুরা বনি ইসরাইল, কাহফ, শোআারা, নমল, কেসাস, সিজদা, ইয়াসিন, সোয়াদ, আহকাফ, ওয়াকেয়া, দোখান, জুমআ ইত্যাদি।

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: যদি কেউ প্রত্যেক শুক্রবারের রাতে সুরা বণি ইসরাইলের তেলাওয়াত করে তাহলে সে ইমাম মাহদি (আ.) এর সাথে সাক্ষঅতের পূর্বে মারা যাবে না। যদি কেউ প্রত্যেক শুক্রবারের রাতে সুরা কাহফের তেলাওয়াত করে তাহলে কেয়ামেতের দিন আল্লাহ তাকে শাহিদদের সাথে পুনরুত্থিত করবেন। যদি কেউ প্রত্যেক শুক্রবারের রাতে সুরা শোআরা, নমল এবং কেসাসের তেলাওয়াত করে তাহলে সে আল্লাহর বিশেষ রহমতের ছত্রছায়ায় থাকবে এবং দুনিয়াতে তাকে অভাব এবং দরিদ্র অবস্থায় থাকতে হবে না আল্লাহ তাকে জান্নাত দান করবেন। যদি কেউ শুক্রবারের রাতে সুরা সেজদা পাঠ করে তাহলে আল্লাহ কেয়ামতের দিন তার আমলনামাকে তার ডান হাতে দান করবেন এবং তার হিসাবকে সহজ করে দিবেন। যদি কেউ শুক্রবার দিন অথবা রাতে সুরা আহকাফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাকে পার্থিব ভয় ভীতি থেকে দূরে রাখবেন।  যদি কেউ উক্ত রাতে সুরা ওয়াক্বিয়া তেলাওয়াত করে তাহলে কখনও  সে অসুস্থ এবং দারিদ্রতায় পতিত হবে না। 

শুক্রবারের রাতে সুরা জুমআ-এর তেলাওয়াত হচ্ছে পরের শুক্রবার পর্যন্ত বিভিন্ন গুনাহের কাফফারা স্বরূপ।

উক্ত রাতে বিভিন্ন নামাজ পাঠের জন্য গুরুত্বারোপ করা হয়েছে যেমন: আমিরুল মুমিনিন (আ.) এর বর্ণিত বিশেষ নামাজ। এছাড়াও আরো দুই রাকাত নামাজ পাঠের  জন্য গুরুত্বারোপ করা হয়েছে যার প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে ১৫ বার সুরা যিলযাল পাঠ করতে হবে। দ্বিতিয় রাকাতটিও অনুরূপভাবে পাঠ করতে হবে। যে ব্যাক্তি উক্ত নামাজটি পাঠ করবে আল্লাহ তার কবরের সকল আযাবকে কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিবেন।
শুক্রবারের রাতে নফল নামাজের শেষ সিজদাতে নিন্মোক্ত দোয়াটি পাঠ করা উত্তম:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِوَجْهِكَ الْكَرِيمِ وَ اسْمِكَ الْعَظِيمِ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ تَغْفِرَ لِي ذَنْبِيَ الْعَظِيمَ .

রাসুল (সা.) থেকে রেওয়ায়েত বর্ণিত হয়েছে যদি কোন ব্যাক্তি শুক্রবার দিন অথবা রাতে নিন্মোক্ত দোয়াটি ৭ বার পাঠ করে এবং যদি সে শুক্রবারের দিন অথবা রাতে মারা যায় তাহলে সে জান্নাতবাসি হবে। দোয়াটি হচ্ছে নিন্মরূপ:

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لا إِلَهَ إِلا أَنْتَ خَلَقْتَنِي وَ أَنَا عَبْدُكَ وَ ابْنُ أَمَتِكَ وَ فِي قَبْضَتِكَ وَ نَاصِيَتِي بِيَدِكَ أَمْسَيْتُ عَلَى عَهْدِكَ وَ وَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِرِضَاكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ بِنِعْمَتِكَ [بِعَمَلِي‏] وَ أَبُوءُ بِذَنْبِي [بِذُنُوبِي‏] فَاغْفِرْ لِي ذُنُوبِي إِنَّهُ لا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ .

শেইখ তুসি বর্ণনা করে করেছেন শুক্রবার দিন অথবা রাতে নিন্মোক্ত দোয়াটি পাঠ করা উত্তম:

اللَّهُمَّ مَنْ تَعَبَّأَ وَ تَهَيَّأَ وَ أَعَدَّ وَ اسْتَعَدَّ لِوِفَادَةٍ إِلَى مَخْلُوقٍ رَجَاءَ رِفْدِهِ وَ طَلَبَ نَائِلِهِ وَ جَائِزَتِهِ فَإِلَيْكَ يَا رَبِّ تَعْبِيَتِي وَ اسْتِعْدَادِي رَجَاءَ عَفْوِكَ وَ طَلَبَ نَائِلِكَ وَ جَائِزَتِكَ فَلا تُخَيِّبْ دُعَائِي يَا مَنْ لا يَخِيبُ عَلَيْهِ سَائِلٌ [السَّائِلُ‏] وَ لا يَنْقُصُهُ نَائِلٌ فَإِنِّي لَمْ آتِكَ ثِقَةً بِعَمَلٍ صَالِحٍ عَمِلْتُهُ وَ لا لِوِفَادَةِ مَخْلُوقٍ رَجَوْتُهُ أَتَيْتُكَ مُقِرّا عَلَى نَفْسِي بِالْإِسَاءَةِ وَ الظُّلْمِ،  مُعْتَرِفا بِأَنْ لا حُجَّةَ لِي وَ لا عُذْرَ أَتَيْتُكَ أَرْجُو عَظِيمَ عَفْوِكَ الَّذِي عَفَوْتَ [عَلَوْتَ‏] بِهِ [عَلَی] عَنِ الْخَاطِئِينَ [الْخَطَّائِينَ‏] فَلَمْ يَمْنَعْكَ طُولُ عُكُوفِهِمْ عَلَى عَظِيمِ الْجُرْمِ أَنْ عُدْتَ عَلَيْهِمْ بِالرَّحْمَةِ فَيَا مَنْ رَحْمَتُهُ وَاسِعَةٌ وَ عَفْوُهُ عَظِيمٌ يَا عَظِيمُ يَا عَظِيمُ يَا عَظِيمُ لا يَرُدُّ غَضَبَكَ إِلا حِلْمُكَ وَ لا يُنْجِي مِنْ سَخَطِكَ إِلا التَّضَرُّعُ إِلَيْكَ فَهَبْ لِي يَا إِلَهِي فَرَجا بِالْقُدْرَةِ الَّتِي تُحْيِي بِهَا مَيْتَ الْبِلادِ ، ‏وَ لا تُهْلِكْنِي غَمّا حَتَّى تَسْتَجِيبَ لِي وَ تُعَرِّفَنِي الْإِجَابَةَ فِي دُعَائِي وَ أَذِقْنِي طَعْمَ الْعَافِيَةِ إِلَى مُنْتَهَى أَجَلِي وَ لا تُشْمِتْ بِي عَدُوِّي وَ لا تُسَلِّطْهُ عَلَيَّ وَ لا تُمَكِّنْهُ مِنْ عُنُقِي اللَّهُمَّ [إِلَهِي‏] إِنْ وَضَعْتَنِي فَمَنْ ذَا الَّذِي يَرْفَعُنِي وَ إِنْ رَفَعْتَنِي فَمَنْ ذَا الَّذِي يَضَعُنِي وَ إِنْ أَهْلَكْتَنِي فَمَنْ ذَا الَّذِي يَعْرِضُ لَكَ فِي عَبْدِكَ أَوْ يَسْأَلُكَ عَنْ أَمْرِهِ، وَ قَدْ عَلِمْتُ أَنَّهُ لَيْسَ فِي حُكْمِكَ ظُلْمٌ وَ لا فِي نَقِمَتِكَ عَجَلَةٌ وَ إِنَّمَا يَعْجَلُ مَنْ يَخَافُ الْفَوْتَ وَ إِنَّمَا يَحْتَاجُ إِلَى الظُّلْمِ الضَّعِيفُ وَ قَدْ تَعَالَيْتَ يَا إِلَهِي عَنْ ذَلِكَ عُلُوّا كَبِيرا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ فَأَعِذْنِي وَ أَسْتَجِيرُ بِكَ فَأَجِرْنِي وَ أَسْتَرْزِقُكَ فَارْزُقْنِي وَ أَتَوَكَّلُ عَلَيْكَ فَاكْفِنِي وَ أَسْتَنْصِرُكَ عَلَى عَدُوِّي [عَدُوِّكَ‏] فَانْصُرْنِي وَ أَسْتَعِينُ بِكَ فَأَعِنِّي وَ أَسْتَغْفِرُكَ يَا إِلَهِي فَاغْفِرْ لِي آمِينَ آمِينَ آمِينَ .

শুক্রবার রাতে দোয়া-এ-কুমাইল পাঠ করা উত্তম।

উক্ত রাতে ১০ বার নিন্মোক্ত যিকরটি পাঠ করা উত্তম:

يَا دَائِمَ الْفَضْلِ عَلَى الْبَرِيَّةِ يَا بَاسِطَ الْيَدَيْنِ بِالْعَطِيَّةِ يَا صَاحِبَ الْمَوَاهِبِ السَّنِيَّةِ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ خَيْرِ الْوَرَى سَجِيَّةً وَ اغْفِرْ لَنَا يَا ذَا الْعُلَى فِي هَذِهِ الْعَشِيَّةِ.

শুক্রবার দিনের আমল সমূহ

যদি কেউ শুক্রবার ফজরের নফল এবং ওয়াজিব নামাজের মধ্যবর্তি সময়ে নিন্মোক্ত দোয়াটি ১০০ বার পাঠ করে তাহলে আল্লাহ তার  গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। দোয়াটি হচ্ছে নিন্মরূপ:

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَ بِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي وَ أَتُوبُ

শেইখ তুসি সহ অন্যান্যরা বলেছেন যে, শুক্রবারের ফজরের সময় নিন্মোক্ত দোয়াটি পাঠ করা উত্তম:

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَ هَبْ لِيَ الْغَدَاةَ رِضَاكَ وَ أَسْكِنْ قَلْبِي خَوْفَكَ وَ اقْطَعْهُ عَمَّنْ سِوَاكَ حَتَّى لا أَرْجُوَ وَ لا أَخَافَ إِلا إِيَّاكَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَ هَبْ لِي ثَبَاتَ الْيَقِينِ وَ مَحْضَ الْإِخْلاصِ وَ شَرَفَ التَّوْحِيدِ وَ دَوَامَ الاسْتِقَامَةِ وَ مَعْدِنَ الصَّبْرِ وَ الرِّضَا بِالْقَضَاءِ وَ الْقَدَرِ يَا قَاضِيَ حَوَائِجِ السَّائِلِينَ يَا مَنْ يَعْلَمُ مَا فِي ضَمِيرِ الصَّامِتِينَ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ، وَ اسْتَجِبْ دُعَائِي وَ اغْفِرْ ذَنْبِي وَ أَوْسِعْ رِزْقِي وَ اقْضِ حَوَائِجِي فِي نَفْسِي وَ إِخْوَانِي فِي دِينِي وَ أَهْلِي إِلَهِي طُمُوحُ الْآمَالِ قَدْ خَابَتْ إِلا لَدَيْكَ وَ مَعَاكِفُ الْهِمَمِ قَدْ تَعَطَّلَتْ إِلا عَلَيْكَ وَ مَذَاهِبُ الْعُقُولِ قَدْ سَمَتْ إِلا إِلَيْكَ فَأَنْتَ الرَّجَاءُ وَ إِلَيْكَ الْمُلْتَجَأُ يَا أَكْرَمَ مَقْصُودٍ وَ أَجْوَدَ مَسْئُولٍ هَرَبْتُ إِلَيْكَ بِنَفْسِي يَا مَلْجَأَ الْهَارِبِينَ، بِأَثْقَالِ الذُّنُوبِ أَحْمِلُهَا عَلَى ظَهْرِي لا أَجِدُ لِي إِلَيْكَ شَافِعا سِوَى مَعْرِفَتِي بِأَنَّكَ أَقْرَبُ مَنْ رَجَاهُ الطَّالِبُونَ وَ أَمَّلَ مَا لَدَيْهِ الرَّاغِبُونَ يَا مَنْ فَتَقَ الْعُقُولَ بِمَعْرِفَتِهِ وَ أَطْلَقَ الْأَلْسُنَ بِحَمْدِهِ وَ جَعَلَ مَا امْتَنَّ بِهِ عَلَى عِبَادِهِ فِي كِفَاءٍ لِتَأْدِيَةِ حَقِّهِ [أَنَالَ بِهِ حَقَّهُ‏] صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَ لا تَجْعَلْ لِلشَّيْطَانِ عَلَى عَقْلِي سَبِيلا وَ لا لِلْبَاطِلِ عَلَى عَمَلِي دَلِيلا.

শুক্রবার সূর্যদয়ের সময় নিন্মোক্ত দোয়াটি পাঠ করা উত্তম:

أَصْبَحْتُ فِي ذِمَّةِ اللَّهِ وَ ذِمَّةِ مَلائِكَتِهِ وَ ذِمَمِ أَنْبِيَائِهِ وَ رُسُلِهِ عَلَيْهِمُ السَّلامُ وَ ذِمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ وَ ذِمَمِ الْأَوْصِيَاءِ مِنْ آلِ مُحَمَّدٍ عَلَيْهِمُ السَّلامُ آمَنْتُ بِسِرِّ آلِ مُحَمَّدٍ عَلَيْهِمُ السَّلامُ وَ عَلانِيَتِهِمْ وَ ظَاهِرِهِمْ وَ بَاطِنِهِمْ وَ أَشْهَدُ أَنَّهُمْ فِي عِلْمِ اللَّهِ وَ طَاعَتِهِ كَمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ.

রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যদি কেউ শুক্রবার ফজরের নামাজের পূর্বে তিন বার পাঠ করে:

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَ أَتُوبُ إِلَيْهِ.

তাহলে তার গুনাহ সমূহকে ক্ষমা করে দেয়া হবে।

শুক্রবার ফজরের নামাজের প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা জুমআ এবং দ্বিতিয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা ইখলাস পাঠ করা উত্তম এবং নামাজান্তে নিন্মোক্ত দোয়াটি পাঠ করা উত্তম:

اللَّهُمَّ مَا قُلْتُ فِي جُمُعَتِي هَذِهِ مِنْ قَوْلٍ أَوْ حَلَفْتُ فِيهَا مِنْ حَلْفٍ أَوْ نَذَرْتُ فِيهَا مِنْ نَذْرٍ فَمَشِيَّتُكَ بَيْنَ يَدَيْ ذَلِكَ كُلِّهِ فَمَا شِئْتَ مِنْهُ أَنْ يَكُونَ كَانَ وَ مَا لَمْ تَشَأْ مِنْهُ لَمْ يَكُنْ اللَّهُمَّ اغْفِرْ لِي وَ تَجَاوَزْ عَنِّي اللَّهُمَّ مَنْ صَلَّيْتَ عَلَيْهِ فَصَلَوَاتِي عَلَيْهِ وَ مَنْ لَعَنْتَ فَلَعْنَتِي عَلَيْهِ.

অন্য এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে শুক্রবার ফজরের নামাজের পরে নিন্মোক্ত দোয়াটি পাঠ করা উত্তম:

اللَّهُمَّ إِنِّي تَعَمَّدْتُ إِلَيْكَ بِحَاجَتِي وَ أَنْزَلْتُ إِلَيْكَ الْيَوْمَ فَقْرِي وَ فَاقَتِي وَ مَسْكَنَتِي فَأَنَا لِمَغْفِرَتِكَ أَرْجَى مِنِّي لِعَمَلِي وَ لَمَغْفِرَتُكَ وَ رَحْمَتُكَ أَوْسَعُ مِنْ ذُنُوبِي فَتَوَلَّ قَضَاءَ كُلِّ حَاجَةٍ لِي بِقُدْرَتِكَ عَلَيْهَا وَ تَيْسِيرِ [تَيَسُّرِ] ذَلِكَ عَلَيْكَ وَ لِفَقْرِي إِلَيْكَ فَإِنِّي لَمْ أُصِبْ خَيْرا قَطُّ إِلا مِنْكَ وَ لَمْ يَصْرِفْ عَنِّي سُوءا قَطُّ أَحَدٌ سِوَاكَ وَ لَسْتُ [لَيْسَ‏] أَرْجُو لِآخِرَتِي وَ دُنْيَايَ وَ لا لِيَوْمِ فَقْرِي يَوْمَ يُفْرِدُنِي النَّاسُ فِي حُفْرَتِي وَ أُفْضِي إِلَيْكَ بِذَنْبِي سِوَاكَ

অন্য এক রেওয়ায়েতের বর্ণনা অনুযায়ি যদি কেউ শুক্রবার  বা অন্যান্য যেকোন দিন নিন্মরূপভাবে দুরুদ শরিফ যোহর এবং ফজরের নামাজের পরে পাঠ করে তাহলে ইমাম মাহদি (আ.) এর সাথে সাক্ষাতের পূর্বে তার মৃত্যু হবে না এবং আল্লাহ তার ৬০টি মনোবাসনাকে পূরণ করবেন ৩০টি দুনিয়াতে এবং অবশিষ্ট ৩০টি আখেরাতে। দুরুদ শরিফটি হচ্ছে নিন্মরূপ:

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ عَجِّلْ فَرَجَهُمْ

শুক্রবার ফজরের নামাজের পরে ১০০বার ইখলাস, ১০০ বার দুরুদ শরিফ এবং ১০০ বার আস্তাগফিরুল্লাহ এবং সুরা নিসা, হুদ, কাহফ, সাফফাত এবং রহমান পাঠ করা উত্তম।

সূর্যদয়ের পূর্বে ১০ বার সুরা কাফেরুন পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়।
ইমাম জয়নুল আবেদিন (আ.) শুক্রবার  ফজরের নামাজরে পূর্ব থেকে নিয়ে যোহর পর্যন্ত আয়াতুল কুরসি এবং নামাজের পরে সুরা কাফেরুনের তেলাওয়াত করতেন।

শুক্রবারে দিন গোসল করা হচ্ছে মুস্তাহাব। ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: শুক্রবারের দিন গোসল করার সময় নিন্মোক্ত দোয়াটি পাঠ করা উত্তম:

أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدا عَبْدُهُ وَ رَسُولُهُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَ اجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ.

শুক্রবার হচ্ছে নখ ও চুল কাটার জন্য উত্তম দিন। শুক্রবারে নখ ও চুল কাটার সময় পাঠ করতে হবে:

بِسْمِ اللَّهِ وَ بِاللَّهِ وَ عَلَى سُنَّةِ مُحَمَّدٍ [رَسُولِ اللَّهِ ‏] وَ آلِ مُحَمَّدٍ

শুক্রবারে সুগন্ধি ব্যাবহার করা, পরিষ্কার বা নতুন কাপড় পরিধান করা এবং সাদকা দেয়ার জন্যও গুরুত্বারোপ করা হয়েছে।

শুক্রবারে আনার খাওয়ার জন্য গুরুত্বারোপ করা হয়েছে।

ইমাম বাকের (আ.) থেকে বর্ণিত শুক্রবারে ১০০০ বার দুরুদ শরিফ পাঠ করা উত্তম। আর যদি কেউ তা না পারে তাহলে অন্ততপক্ষে ১০০ বার পাঠ করা উত্তম। কেননা যে দুরুদ শরিফ পাঠ করবে কেয়ামতের দিন তার মুখ মন্ডল নূরান্বিত থাকবে।

শুক্রবারে ১০০ বার “اَستَغفِرُاللهَ رَبَّی وَ اَتُوبُ اِلَیهِ” পাঠ করলে গুনাহ র্মাজিত হয়।

শুক্রবারে যোহর এবং আসরের নামাজের মধ্যবর্তি সময়ে পাঠ করলে ৭০ হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়।

শুক্রবারে রাসুল (সা.) এর যিয়ারত পাঠ করা উত্তম।

ইমাম বাকের (আ.) থেকে বর্ণিত শুক্রবারে তোমাদের মৃত ব্যাক্তিদের কবর যিয়ারতের জন্য যাও কেননা তারা তোমাদের আগমণে স্বান্তনা পায়।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন