ইয়েমেনি হামলায় সৌদি-আমিরাতি অফিসারসহ ৬০ সেনা খতম
ইয়েমেনি হামলায় সৌদি-আমিরাতি অফিসারসহ ৬০ সেনা খতম
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের সমর্থিত সরকারি সশস্ত্র ও স্বেচ্ছাসেবী বাহিনী জানিয়েছে, গত রোববার মারিব শহরের পূর্বাঞ্চলে আলবিরাক ঘাঁটিতে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব ও আমিরাতের কয়েকজন সেনা কর্মকর্তাসহ ৬০ জনেরও বেশি ভাড়াটে সেনা নিহত হয়েছে।
তুশকা নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হানায় এইসব অনুচর ও আগ্রাসী সেনা নিহত হয়। পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতার অত্যাধুনিক যন্ত্রপাতি এবং নানা সাজ-সরঞ্জাম-সজ্জিত একটি কমান্ড সেন্টার এই হামলায় ধ্বংস হয়ে গেছে বলে ইয়েমেনের সরকারি সূত্র গতকাল সোমবার খবর পেয়েছে।
এ ছাড়াও এ হামলায় আগ্রাসীদের কয়েকটি ক্ষেপণাস্ত্র-উৎক্ষেপক মঞ্চ ও কয়েকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র-সিস্টেম এবং অস্ত্রের কয়েকটি গুদাম ও বেশ কয়েকটি সাঁজোয়া যান ধ্বংস হয়ে গেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন