দায়েশের অন্যতম পৃষ্ঠপোষক দেশ হচ্ছে তুরস্ক: তুর্কি এমপি
দায়েশের অন্যতম পৃষ্ঠপোষক দেশ হচ্ছে তুরস্ক: তুর্কি এমপি
তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি’র সংসদ সদস্য এরেন এরদেম জানান যে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ তুরস্কের মাধ্যমে সারিন গ্যাস পেয়েছে। দায়েশের হাতে প্রাণঘাতী সারিন গ্যাস তৈরির উপাদান গেছে তুরস্কের মাধ্যমে এবং বিষয়টি তুর্কি সরকার ধামাচাপার দেয়ার চেষ্টা করছে।
২০১৩ সালের ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গোতা এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়। ওই হামলায় শত শত মানুষ মারা যায়। সে সময়কার খবরে বলা হয়েছিল, হামলায় ঘরে তৈরি রকেট ব্যবহার করা হয়েছে এবং তাতে ‘সারিন’ রাসায়নিক গ্যাস ছিল।
এমপি এরদেম বিষয়টি গত বৃহস্পতিবার তুরস্কের সংসদে তোলেন এবং দাবি করেন, সরকার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। সারিন গ্যাস সরবরাহ করার বিষয়ে তুরস্কের কয়েকজন নাগরিক দায়েশের সঙ্গে আলোচনা করেছিল সে বিষয়টি মামলা চলার সময় অনুদঘাটিত থেকে গেছে। তথ্য প্রমাণের ভিত্তিতে আদানা পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে সন্দেহভাজন ১৩ জনকে আটক করে। কিন্তু এক সপ্তাহ পর হাঠৎ করেই আটক সবাইকে মুক্তি দিয়ে সিরিয়ার ভেতরে পাঠিয়ে দেয়া হয়। মুক্তির পর তারা তুর্কি সীমান্ত পেরিয়ে সিরিয়ায় চলে গেছে।” এরদেম সুস্পষ্ট করে উল্লেখ করেছেন, সারিন গ্যাস তৈরির উপাদান সরবরাহের বিষয়ে তুরস্কের মেকানিক্যাল ও কেমিক্যাল ইন্ডাস্ট্রিও জড়িত ছিল।
নতুন কমেন্ট যুক্ত করুন