ইসরাইলি সৈন্যরা হচ্ছে দায়েশ জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক
ইসরাইলি সৈন্যরা হচ্ছে দায়েশ জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক
ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, “এই প্রথম দায়েশে কোনো ইসরাইলি সেনা যোগ দিল।”
সাবেক ওই আরব-ইসরাইলি সেনা দায়েশে যোগ দেয়ার জন্য এক বছর আগে তুরস্ক হয়ে সিরিয়ায় প্রবেশ করে। শিন বেত ওই সেনার পরিচয় উল্লেখ না করে বলেছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকার একটি আরব গ্রামের অধিবাসী ছিল অবৈধ রাষ্ট্রটির পদাতিক ব্রিগেড ‘গিওয়াতি’র এই সাবেক সদস্য।
সিরিয়া সরকার অভিযোগ করেছে, সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীদেরকে সমরাস্ত্র ও চিকিৎসা সেবা দিয়ে সাহায্য করছে তেল আবিব। ইহুদিবাদী ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর পাশাপাশি তাদের আঞ্চলিক মিত্র দেশগুলো সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে।এ পর্যন্ত সিরিয়ার সেনাবাহিনী দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমান ইসরাইলি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
ইসরাইল গত তিন বছরে অন্তত ২,০০০ আহত তাকফিরি সন্ত্রাসীকে চিকিৎসা দিয়েছে এবং এ কাজে তেল আবিবের খরচ হয়েছে প্রায় এক কোটি ৩০ লাখ ডলার।
নতুন কমেন্ট যুক্ত করুন