ইরানি নৌবাহিনীকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হস্তান্তর

ইরানি নৌবাহিনীকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হস্তান্তর


অভ্যন্তরীণভাবে নির্মিত জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘কাদির’ গ্রহণ করেছে ইরানের নৌবাহিনী। আজ (রোববার) ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল দেহকান বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ শিল্প সংস্থার বিজ্ঞানী ও গবেষকরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন এবং এই প্রথমবারের মতো এটিকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হলো। দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্র স্বল্প সময়ের মধ্যে মোতায়েন ও নিক্ষেপ করা যায় বলে তিনি জানান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, খুব নীচু দিয়ে উড়ে যেতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে পারে। এ ছাড়া, এর ধ্বংস ক্ষমতা অত্যন্ত বেশি এবং অ্যান্টি-ইলেকট্রনিক যুদ্ধ এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব।

জেনারেল দেহকান বলেন, ইরানের শত্রুরা এদেশের প্রতিরক্ষা শক্তি সম্পর্কে সম্যক অবহিত এবং এ কারণে তারা ইরানের স্বার্থ বিরোধী কোনো তৎপরতা চালানোর দুঃসাহস দেখাবে না।

২০১৪ সালের মার্চ মাসে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র কাদিরের বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ওই বছরেরই ২৪ আগস্ট প্রেসিডেন্ট হাসান রুহানি ও পদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এটি প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অ্যাডমিরাল সাইয়্যারি বলেছেন, কাদির ক্ষেপণাস্ত্র নিঃসন্দেহে তার বাহিনীর সমরশক্তি বাড়িয়ে দেবে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন