আহলে বাইত (আ.)’এর শেফায়াত

আহলে বাইত (আ.)’এর শেফায়াত

এস, এ, এ

আমার নাইরে কোন ভয়

আছেন নূর নবী হজরত

শেষ বিচারে পাব আমি

নবীর শেফায়াত

(১)

আমি আশায় বাধি বুক

আমি স্বপ্ন দেখে যায়

তাহার কদম মুবারকে

পাই যেন গো ঠায়

এই অকুল দরিয়ায়

আমি বড়ই অসহায়

দয়ার নজর দিয়ে ঘোচাও সকল মুসিবত

(২)

তুমি নূরে মোজাস্সাম

তোমার আহলে বাইতও তাই

তোমাদের নূরে আমিও

নূরান্বিত হতে চাই

কোয়ামতের মাঠে হায়

নজর করো আমায়

জানি তোমাদের নূরের দ্বারা

পাব শেফায়াত

(৩)

তুমি রাহমাতুলল্লি আলামীন

ইসলাম তোমার দ্বীন

থাকতে পারি কায়েম যেন

এই পথে চীর দিন

এই পাপি দুনিয়ায়

আমি ছাড়বো না তোমায়

জানি তোমার পথে চললে

পাব শেফায়াত

(৪)

পড়ি দোয়ায়ে ফারাজ

আমি থাকি প্রতিক্ষায়

মাহদী নামের মোহাম্মাদ

কবে আসবে এ ধরায়

ঘুচাবেন জুলুম অত্যাচার

করবেন সুবিচার

(৫)

সাদিক্ব তোমারই সন্তান

যিনি জ্ঞানের কান্ডারি

পির হচ্ছেন আমার তিনি

আমি শিষ্য তাহারি

এই জ্ঞানের দরিয়ায়

তালিম দান করো আমায়

ইলম দিয়ে ঘোচাও

তুমি সকল জেহালত।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন