বোকো হারামের আকস্মিক হামলায় নিহত ১৫০

বোকো হারামের আকস্মিক হামলায় নিহত ১৫০

নাইজেরিয়ায় উগ্রবাদী সন্ত্রাসী গোষ্টী বোকো হারামের আকস্মিক হামলায় অন্তত ১৫০ জন নিহত হয়েছে।

 

আবনা ডেস্ক : নাইজেরিয়ায় উগ্রবাদী সন্ত্রাসী গোষ্টী বোকো হারামের আকস্মিক হামলায় অন্তত ১৫০ জন নিহত হয়েছে।

 

বোকো হারাম সন্ত্রাসীরা হঠাৎ করে গত ১৩ আগস্ট সহিংসতা কবলিত ইয়োবে প্রদেশের দুর্গম কুকুয়া-গারি গ্রামে হামলা চালায়। সেখান থেকে লোকজন জীবনের ভয়ে নদী পথে পালিয়ে যেতে শুরু করলে তাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। ফলে  ১৫০ জনের বেশি মানুষ গুলিতে কিংবা ডুবে মারা গেছে। মঙ্গলবার স্থনীয় লোকজন এ খবর দিয়েছে।
মদু বালুমি নামে এক ব্যক্তি জানিয়েছেন, নদীতে পড়া লোকজনকে একজন জেলে বাঁচানোর চেষ্টা করলে তাকেও গুলি করে হত্যা করে বোকো হারাম সন্ত্রাসীরা। পাঁচদিন পর এ খবর বের হওয়ার কারণ হচ্ছে সন্ত্রাসীরা সেদিন হামলার সময় গ্রামটির আশাপাশের টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। এ এলাকায় আগেও সন্ত্রাসীরা কয়েকবার হামলা চালিয়েছে। গত তিন মাসের কম সময়ে নাইজেরিয়ায় বোকো হারামের সন্ত্রাসে প্রায় ১,০০০ মানুষ মারা গেছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন