আইএসআইএল-এর মাসিক তেল-আয় ৪০০০ কোটি ডলার’
২৫ জুলাই রেডিও তেহরান: মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন বিষয়ক অর্থ উপমন্ত্রী ড্যানিয়েল গ্ল্যাসার বলেছেন, কথিত সন্ত্রাসী দল আইএসআইএল প্রতি মাসে তেল-জাত পণ্য বিক্রি করে চার হাজার কোটি মার্কিন ডলার আয় করছে।
কলোরাডো অঙ্গরাজ্যের নিরাপত্তা ফোরামে বক্তব্য রাখার সময় গ্ল্যাসার এই তথ্য দিয়েছেন।
তিনি জানিয়েছেন, তাকফিরি-ওয়াহাবি গোষ্ঠী আইএসআইএল-এর প্রকৃত সম্পদ সম্পর্কে এই অসাধারণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে গত মে মাসে এই গোষ্ঠীর তেল ও গ্যাস বাণিজ্য বিষয়ক নেতা আবু সাইয়াফ নিহত হওয়ার পর। তাকফিরি এই নেতা সিরিয়ায় নিহত হয়।
গ্ল্যাসার আরও জানান আইএসআইএল-এর যোদ্ধারা প্রতি মাসে এক হাজার ডলার বেতন পায়। ইরাকের মসুল প্রদেশ দখলের পর সন্ত্রাসী এই গোষ্ঠী ৫০ থেকে ১০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের নগদ অর্থ-প্রবাহ দখল করতে সক্ষম হয়।
এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যে, মসুল দখলের সুবাদে আইএসআইএল ৪৩ কোটি ডলার পরিমাণ ব্যাংকের সম্পদ দখল করে। মার্কিন যুক্তরাষ্ট, ইহুদিবাদী ইসরাইল ও ইউরোপ সন্ত্রাসী এই গোষ্ঠীর কাছ থেকে খুব সস্তায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কিনে থাকে বলে এর আগে খবর প্রকাশিত হয়েছিল।
নতুন কমেন্ট যুক্ত করুন