সাহলা মসজিদের সংক্ষিপ্ত বিবরণী
সাহলা মসজিদের সংক্ষিপ্ত বিবরণী
এস, এ, এ
সাহলা মসজিদ হচ্ছে মুসলমানদের প্রাচীন মসজিদ সমূহের মধ্যে অন্যতম এবং তা সকলের দৃষ্টিতে তা হচ্ছে একটি পবিত্র এবং মর্যাদাপূর্ণ স্থান। সাহলা নামকরণের পূর্বে উক্ত মসজিদটির নাম ছিল বণি জাফর জামে মসজিদ।
সাহলা মসজিদের ফযিলত সমূহ:
১- হজরত ইমাম মাহদী (আ.)’এর বাড়ি: ইমাম সাদিক্ব (আ.) বলেন: হে আবু বাসির! যেভাবে হজরত ইদ্রিস (আ.) সাহলা মসজিদে বসবাস করতেন অনুরূপভাবে ইমাম মাহদী (আ.) ও সাহলা মসজিদে তার পরিবার পরিজনের সাথে বসবাস করবেন।
২- হজরত ইদ্রিস (আ.)’এর বাড়ি: হজরত ইমাম সাদিক্ব (আ.) এ সম্পর্কে বলেন:
مَسْجِدُ السَّهْلَةِ مَوْضِعُ بَيْتُ إِدْرِيسَ النَّبِيِّ الَّذِي کَانَ يَخِيطُ فِيهِ
৩- হজরত ইব্রাহিম (আ.)’এর বাড়ি: হজরত ইব্রাহিম (আ.) সাহলা মসজিদ থেকে আমালেকাদের সাথে যুদ্ধ করার জন্য রওনা হন।
৪- হজরত দাউদ (আ.): সাহলা মসজিদ থেকে হজরত দাউদ (আ.) জালুতের সাথে যুদ্ধ করতে যান।
৫- হজরত মোহাম্মাদ (সা.)’এর তাবু: যদি কেউ উক্ত মসজিদে অবস্থান করে তাহলে তাকে রাসুল (সা.)’এর তাবুতে অবস্থান করার মতো সওয়াব দান করা হবে।
৬- সাহলা মসজিদ থেকে ৭০ হাজার মানুষ বেহেস্তে প্রবেশ করবে: কেয়ামতের দিন উক্ত মসজিদের চারিধার থেকে ৭০ হাজার মানুষের উত্থান হবে যারা কোন হিসাব ছাড়াই বেহেস্তে প্রবেশ করবে।
৭- হজরত খিযির (আ.)’এর অবস্থানস্থল: ইমাম সাদিক্ব (আ.) থেকে রেওয়ায়েত বর্ণিত হয়েছে যে,
مَسْجِدُ السَّهْلَةِ مُنَاخُ الرَّاکِبِ، قِيلَ: وَ مَنِ الرَّاکِبُ؟ قَالَ: الْخَضِرُ(عليه السلام
আহলে বাইত (আ.)’এর দৃষ্টিতে সাহলা মসজিদ:
১- দোয়া কবুলের স্থান: ইমাম জাফর সাদিক্ব (আ.) থেকে বর্ণিত তিনি বলেছেন:
مَا مِنْ مَکْرُوب يَأْتِي مَسْجِدَ السَّهْلَةِ، فَيُصَلِّي فِيهِ رَکْعَتَيْنِ بَيْنَ الْعِشَاءَيْنِ وَ يَدْعُو اللَّهَ تَعَالَي إِلاَّ فَرَّجَ اللَّهُ کَرْبَهُ
যদি কোন দূর্দশাগ্রস্থ ব্যাক্তি উক্ত মসজিদে আসে এবং মাগরিব এবং এশার নামাজের মধ্যবর্তি সময়ে দুই রাকাত নামাজ আদায় করে এবং মহান আল্লাহ তায়ার কাছে সাহায্যে প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ তায়ালা তার সমস্যার সমাধান করে দিবেন।
২- বিভিন্ন নবীদের ইবাদতের স্থান:
قَالَ الصَّادِقُ(عليه السلام) : «وَ مَا بَعَثَ اللَّهُ نَبِيّاً إِلاَّ وَ قَدْ صَلَّي فِيهِ
ইমাম জাফর সাদিক (আ.) থেকে বর্ণিত যে আল্লাহ’এর প্রেরিত সকল নবীগণ উক্ত মসজিদে নামাজ আদায় করেছেন।
৩- ফেরেস্তাদের সেজদার স্থান: ইমাম সাদিক্ব (আ.) বলেন যে, সকাল সন্ধ্যা উক্ত মসজিদে ফেরেস্তারা ইবাদত করতে থাকে।
৪- দীর্ঘায়ু: ইমাম জয়নুল আবেদীন (আ.) বলেন যে,
مَنْ صَلَّي فِي مَسْجِدِ السَّهْلَةِ رَکْعَتَيْنِ، زَادَ اللَّهُ فِي عُمُرِهِ سَنَتَيْنِ
যে ব্যাক্তি সাহলা মসজিদে নামাজ আদায় করবে তার আয়ু দুই বছর বৃদ্ধি পাবে।
৫- বীপদ মুক্তির স্থান: ইমাম জাফর সাদিক্ব (আ.) মসজিদে সাহল ‘এর গুরুত্ব সম্পর্কে বলেন যে, আহলে বাইত (আ.)গণ তাদের শিয়াদের সমস্যা সমাধানের জন্য উক্ত মসজিদে আসতেন এবং দোয়া করতেন। বাশ্শারে মুকারি নামক এক ব্যাক্তি বলেন যে, একদা আমি কুফাতে ইমাম সাদিক্ব (আ.) এর সমীপে উপস্থি হই এবং দেখি যে তিনি খুরমা খাচ্ছেন তিনি আমাকে দেখে বলেন হে বাশ্শার! আস খুরমা খাও। হে ইমাম! আমি কোন কারণে খুবই মর্মাহত যার কারণে আমার খুরমা খেতে ইচ্ছা করছে না। তারপরেও যখন ইমাম আমাকে খাওয়ার জন্য তাকিদ করলেন তখন আমি তাঁর কথাকে অবজ্ঞা করতে পারিনি। যখন আমি খাওয়া শুরু করলাম তখন ইমাম আমাকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে? আমি বললাম যে সরকারী লোকজন একজন নারীকে টেনে হিচড়ে দরবারে নিয়ে যাচ্ছিল। সে তখন উচ্চ স্বরে সকলের কাছে সাহায্যে কামনা করছিল। কিন্তু কেউই তার কথায় কর্ণপাত করছিল না। ইমাম জিজ্ঞাসা করলেন যে কেন সরকারী লোকজন তার সাথে এরূপ আচরণ করছিল? আমি বললাম যে লোকজন বলছিল যখন নারীটি পড়ে যায় তখন সে বলেছিল:
لعن الله ظالميکِ يا فاطمة
যখন ইমাম সাদিক্ব (আ.) উক্ত কথাটি শুনেন তখন তিনি এত ক্রন্দন করেন যে, অশ্রু তাঁর দাড়ি গড়িয়ে তার বুককে ভিজিয়ে দিয়েছিল। অতঃপর তিনি বলেন হে বাশ্শার! আমার সাথে সাহলা মসজিদে চল আমরা সেখানে যেয়ে নারীটির মুক্তির জন্য দোয়া করি। তারা উভয়েই সাহলা মসজিদে পৌছান এবং সেখানে দুই রাকাত নামাজ আদায় করেন নামাজ শেষে ইমাম (আ.) আকাশের দিকে মুখ তুলে অনেকক্ষণ ধরে দোয়া চান তারপর তিনি সিজদাতে যেয়ে দোয়া চান এবং এক সময়ে সিজদা থেকে মাথা তুলে আমাকে বলেন যে, চল নারীটি মুক্ত হয়ে গেছে।
সাহলা মসজিদের গুরুত্বপূর্ণ স্থান সমূহ:
১- মাকামে ইমাম মাহদী (আ.)।
২- মাকামে হজরত খিযির (আ.)।
৩- মাকামে ইমাম সাদিক্ব (আ.)।
৪- মাকামে ইমাম জয়নুল আবেদীন (আ.)।
৫- মাকামে হজরত ইদ্রিস (আ.)।
৬- মাকামে সালেহিন (হুদ ও সালেহ (আ.))।
৭- মাকামে হজরত ইব্রাহিম (আ.)।
নতুন কমেন্ট যুক্ত করুন