হজরত আলী আকবর (আ.)’এর ফযিলত

ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে, ওমর সাআদ’এর সৈন্যরা হজরত আলী আকবর (আ.)’এর চেহারা মোবারককে দেখে বলে (فتبارک الله احسن الخالقین)

হজরত আলী আকবর (আ.)’এর ফযিলত

এস, এ, এ

ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে, ওমর সাআদ’এর সৈন্যরা হজরত আলী আকবর (আ.)’এর চেহারা মোবারককে দেখে বলে

(فتبارک الله احسن الخالقین)

হজরত আলী আকবর (আ.) হজরত মোহাম্মাদ (সা.)’এর এতই বেশী সদৃশ্য ছিলেন যে ওমর সাআদ’এর সৈন্যরা বলে হয়তো রাসুল (সা.) যুদ্ধ করতে এসেছেন। তখন হজরত আলী আকবর (আ.) বলেন: আমি আলী ইবনে হুসাইন (আ.) তারপরে তিনি তৌহিদ , ইমামত এবং ইমাম হুসাইন (আ.) সম্পর্কে কথা বলেন। হজরত আলী আকবর (আ.)’এর ফযিলত এত ছিল যে, যিয়ারতে আশুরাতে তাঁর নাম উল্লেখ করে বলা হয়েছে যে,

السلام علی الحسین و علی علی بن الحسین

উক্ত বাক্যেটিতে আলী ইবনে হুসাইন বলতে হজরত আলী আকবর (আ.)কে বুঝানো হয়েছে। ইমাম হুসাইন (আ.) তাঁর সম্পর্কে বলেছেন:

اللهم اشهدعلی هولاء القوم فقد برز علیهم غلام اشبه الناس خلقا و خلقا و منطقا برسولک

হে আল্লাহ! আপনি সাক্ষ্য থেকেন যে, আমার সন্তান দেখতে এবং চারিত্রিকগতভাবে রাসুল (সা.)’এর সদৃশ উক্ত গোত্রের কাছে বিষয়টি স্পষ্ট। 

নতুন কমেন্ট যুক্ত করুন