কে কারবালার শহীদদের দাফন করে?
কে কারবালার শহীদদের দাফন করে?
এস, এ, এ
সন ৬১ হিজরী ১০ ই মহরম পাপিষ্ঠ এজিদ বাহিনীর মর্মান্তিক হামলার কারণে কারবালাতে ইমাম হুসাইন (আ.), তাঁর পরিবার পরিজন এবং সাহাবীগণ শাহাদত বরণ করেন এবং তাদের বিক্ষিপ্ত লাশ মোবারক কারবালার মরুপ্রান্তরে পড়ে থাকে। তাহলে কারা কারবালার শহীদদের লাশকে দাফন করে? তাবারীর বর্ণনামতে কারবালার মর্মান্তিক ঘটনার একদিন পরে অর্থাৎ ১১ই মহরম মহানবীর প্রাণপ্রিয় দৌহিত্র এবং তাঁর পরিবার পরিজনকে ওমর ইবনে সাআদ বন্দি করে শামের উদ্দেশ্যে নিয়ে যায়। তখন শহীদদের পবিত্র লাশ সমূহকে বণী আসাদের লোকজন দাফন করে। (তারিখে তাবারী, খন্ড ৩, পৃষ্ঠা ৩৩৫)
বালাজুরি তার ইনসাবুল আশরাফ নামক গ্রন্থে, মাসউদি তার মুরুজুয যাহাব গ্রন্থে, শেইখ মুফিদ তার আল ইরশাদ গ্রন্থে, সৈয়দ ইবনে তাউস তার লাহুফ গ্রন্থে, ইবনে শাহর আশুব তার মানাকেবে আলে আবি তালিব গ্রন্থে উল্লেখ করেছেন যে, ইমাম সাজ্জাদ (আ.) এর মাধ্যেমে কারবালার শহীদদেরকে দাফন করা হয়। (ইনসাবুল আশরাফ, খন্ড ৩, পৃষ্ঠা ৪১১, মুরুজুয যাহাব, খন্ড ৩, পৃষ্ঠা ৭২, আল ইরশাদ, খন্ড ২, পৃষ্ঠা ১১৪, লাহুফ আলা কাতালিল তাফুফ, পৃষ্ঠা ১২৫, মানাকেবে আলে আবি তালিব, খন্ড ৪, পৃষ্ঠা ১১২)
তবে প্রথম বর্ণনাকৃত মতটি ঠিক না হওয়ার সম্ভাবনা বেশী কেননা যখন বণী আসাদের লোকজন কারবালার ময়দানে আসে তখন কারবালায় শহীদদের লাশ বিক্ষিপ্ত অবস্থায় ছিল এবং তারা যুদ্ধের সময় সেখানে উপস্থিত ছিল এমন কথাও হয়তো কোথাও উল্লেখ করা হয়নি। যেহেতু তারা সেখানে উপস্থিত ছিলেন না তাহলে কিভাবে তারা শহীদদের লাশকে সনাক্ত করেছিল? বরং আহলে বাইত (আ.) গণ সেখানে উপস্থিত ছিলেন তারা স্বচোখে বিভিন্ন ব্যাক্তিদেরকে শাহাদত বরণ করতে দেখেছেন এবং তাদের উপস্থিতিতেই দাফনের কার্যাদি সম্পাদিত হয়েছিল। আর এ কারণে শিয়াদের মতে কারবালার শহীদদের লাশ মোবারককে ইমাম জয়নুল আবেদীন (আ.) এর উপস্থিতিতেই দাফন করা হয়। (কাফি, খন্ড ১, পৃষ্ঠা ৩৮৪- ৩৮৫, এলালুশ শারায়েহ, খন্ড ১, অধ্যায় ১৪৮, পৃষ্ঠা ১৮৪)
অথবা এভাবে বলতে পারি যে, ইমাম জয়নুল আবেদীন (আ.) এর নেতৃত্বে এবং বণী আসাদের লোকজনের মাধ্যেমে কারবালার শহীদদের লাশ মোবারককে দাফন করা হয়েছিল।(মাকতালুল হুসাইন, পৃষ্ঠা ৪১৪, আল ওয়াকায়ে ওয়াল হাওয়াদেস, খন্ড ৪, পৃষ্ঠা ৫৯- ৬১, মুরুজুয যাহাব, খন্ড ৩, পৃষ্ঠা ৬৩)
কেননা ইমাম জয়নুল আবেদীন (আ.) সহ নবী পরিবারকে ১১ই মহরম বন্দি করে কুফার দিকে প্রেরণ করা হয় এবং তারা ১২ই মহরম ইবনে যিয়াদের দরবারে উপস্থিত হন। পরে ইবনে যিয়াদ তাদেরকে বন্দিশালায় আটক করার নির্দেশ দেয়। তখন অর্থাৎ তৃতীয় দিন ইমাম জয়নুল আবেদীন (আ.) ইমামতের অলৌকিক ক্ষমতায় কারবালার ময়দানে আসেন এবং বণী আসাদের সহায়তায় শহীদদের লাশ মোবারককে দাফন করেন। আর এভাবেই কারবালার মাটিতে ইমাম হুসাইন এবং তাঁর সাহাবীগণ শাহাদত বরণ করে ভুমিটিকে ইসলামের একটি ঐতিহাসিক এবং পবিত্র স্থানে রূপান্তরিত করেন।
নতুন কমেন্ট যুক্ত করুন