তাকফিরি জঙ্গিদের জন্য ইরাক মরণ যন্ত্রে রূপান্তরিত হয়েছে
তাকফিরি জঙ্গিদের জন্য ইরাক মরণ যন্ত্রে রূপান্তরিত হয়েছে
টিভি শিয়া: সালাউদ্দিন প্রদেশে চিরুনি অভিযানের সময় রাজধানী বাগদাদ থেকে ১৭০ কিলোমিটার উত্তরে আদ-দুজাইল শহরে আইএসআইএল’এর অবস্থানের ওপর ইরাকি জঙ্গিবিমানগুলো হামলা করেছে। আনবার প্রদেশের রাজধানী রামাদি থেকে সাত কিলোমিটার পূর্বে অবস্থিত হুসাইবাহ শহরের তাকফিরি আস্তানাগুলোর উপরও বিমান হামলা হয়েছে। এতে অন্তত ১২ তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে। এ ছাড়া, উক্ত হামলায় সন্ত্রাসী গোষ্ঠীটির একটি যোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়ে যায় এবং ১৭ জঙ্গি নিহত হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন