ইয়েমেনের যুদ্ধে সৌদি পড়েছে বিপাকে!

ইয়েমেনের যুদ্ধে সৌদি পড়েছে বিপাকে!

ইয়েমেন, সৌদি আরব, বিমান, যুদ্ধ,

টিভি শিয়া: গতকাল (মঙ্গলবার) ইয়েমেনিদের বিমান-বিধ্বংসী গোলার আঘাতে একটি সৌদি জঙ্গি বিমান ভূপাতিত হয় বিমানটি ইয়েমেনের সা'দা প্রদেশের আল-মালিল অঞ্চলে ধ্বংস হয় এবং এ পর্যন্ত তিনটি সৌদি বিমান ধ্বংস হয়। এর আগেও কয়েকটি সৌদি জঙ্গি বিমান ইয়েমেনের সরকারি সেনা ও গণবাহিনীর হামলায় ভূপাতিত হয়েছিল। গতকাল ভোরের দিকে সৌদি আরবের নাজরান প্রদেশের সাক্কাম শহরে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই শহরটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর আগে নাজরান প্রদেশে ইয়েমেনের সরকারি সেনা ও গণবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং কামানের গোলা বর্ষণে সৌদি আরবের বহু সামরিক সাজ-সরঞ্জাম এবং চারটি ট্যাংকও ধ্বংস হয়। 

নতুন কমেন্ট যুক্ত করুন