ইয়েমেনের যুদ্ধে সৌদি হারাচ্ছে তার সেনা ও স্থান

ইয়েমেনের যুদ্ধে সৌদি হারাচ্ছে তার সেনা ও স্থান

ইয়েমেন, সৌদি আরব, সেনাবাহিনী, যুদ্ধ

টিভি শিয়া: আগ্রাসী সৌদি সেনারা ইয়েমেনের রাজাহ ও গুমর জেলার মুঈন ও আলগুর অঞ্চলে গোলা বর্ষণ করেছে বলে জানানো হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহর উচ্চপদস্থ এক সূত্র জানিয়েছে, গতকাল সোমবার কয়েক ঘণ্টার মধ্যেই ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও স্বেচ্ছাসেবী গণ-বাহিনীর সেনারা সৌদি আরবের জিজওয়ানের কৌশলগত দশটি অবস্থান দখল করেছে এবং ৯০ জনেরও বেশি সৌদি সেনাকে হত্যা করেছে।

নতুন কমেন্ট যুক্ত করুন