ইসরাইলও ইরাকে জঙ্গিদেরকে বাচাতে পারছে না
ইসরাইলও ইরাকে জঙ্গিদেরকে বাচাতে পারছে না
টিভি শিয়া: সম্প্রতি ইরাকি সেনারা এ অঞ্চলের তিন হাজার বর্গ মিটার অঞ্চল সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। এর ফলে তারা শিগগিরই পুরো আল-কারামা অঞ্চলটি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে পারবে বলে আশা করছে। সরকারি সেনারা শহরটির কেন্দ্রস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থান করছে বলে সম্প্রতি খবর এসেছে। এ অঞ্চলে সরকারি সেনাদের সহায়তা দিচ্ছে ইরাকি বিমান বাহিনী। আইএসআইএল-এর সন্ত্রাসীরা আল-কারামা অঞ্চলে বেশ কিছু আত্মঘাতী বোমা হামলা চালানোর জন্য গাড়ি বোমা তৈরি করলেও ওই গাড়ি বোমাগুলোকে ব্যবহারের আগেই নিষ্ক্রিয় করে দিয়েছে ইরাকি সেনারা। ইরাকি সেনারা সন্ত্রাসী ওয়াহাবি-তাকফিরি গোষ্ঠী আইএসআইএল-এর গোপন আস্তানায় ইসরাইলি অস্ত্র ও গোলা বারুদও উদ্ধার করেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন