খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা!
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা!
টিভি শিয়া: সোমবারের হামলায় ভাঙ্গা গাড়ির বহর নিয়েই আজ চতুর্থ দিনের মতো তিনি মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছাত্রদল সভাপতি রাজীব আহসান এর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলে ছাত্রদলের নেতাকর্মীরা আজ তার গাড়িবহরের সঙ্গে রয়েছে। তবে গাড়িবহরে কোন পুলিশ প্রটেকশন নেই।
এর আগে বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। বৈঠকে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ডেনমার্ক, সিঙ্গাপুরের কূটনীতিকরা ছিলেন। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পরিপ্রেক্ষিতে কূটনীতিকরা গুলশান অফিসে আসেন। এছাড়া চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কূটনীতিকরা আলোচনা করেন।
নতুন কমেন্ট যুক্ত করুন