ইরান মুসলিম দেশগুলোর জন্য ভ্রাতৃত্বের হাত বাড়িয়েছে
ইরান মুসলিম দেশগুলোর জন্য ভ্রাতৃত্বের হাত বাড়িয়েছে
টিভি শিয়া: আজ (শনিবার) রাজধানী তেহরানে ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, তার দেশের সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে এবং অসহায় মানুষকে রক্ষা করতে চায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের উচিত ইরানের সেনাবাহিনীর কাছ থেকে শিক্ষা নিয়ে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের উপর হামলা না চালানো। নিরপরাধ মানুষের উপর হামলা করে কেউ সম্মানিত হতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইয়েমেনে সামরিক আগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনগণের মধ্যে সৌদি আরব সম্পর্কে তীব্র বিরক্তি তৈরি হয়েছে। আগ্রাসী শক্তিকে তার কর্মের পরিণতি ভোগ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
নতুন কমেন্ট যুক্ত করুন