সৌদি আরবের পরম বন্ধু এখন আমেরিকা
সৌদি আরবের পরম বন্ধু এখন আমেরিকা
টিভি শিয়া: যখন সৌদি জোট ইয়েমেনের আনসারুল্লাহ বিপ্লবীদের বিরুদ্ধে অবৈধ যুদ্ধে নেমেছে তখন এ ঘোষণা দিল আমেরিকা যে, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের কাছে অস্ত্র পাঠানোর কাজ ত্বরান্বিত করা হচ্ছে। গত মাসের ২৬ তারিখ থেকে ইয়েমেনের বিরুদ্ধে নির্বিচারে বোমা বর্ষণ শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
অ্যান্থনি বিলকেন আরো বলেন, সৌদি জোটের সঙ্গে গোয়েন্দা তথ্য যোগানোর কাজও বাড়ানো হয়েছে। তিনি বলেন, আনসারুল্লুাহ বাহিনী ও তার মিত্রদের কঠোর বার্তা পাঠানোর জন্য এ সব পদক্ষেপ নিয়ে আমেরিকা। আনসারুল্লাহকে ইয়েমেনের ক্ষমতা দখল করতে আমেরিকা দিবে না বলেও ঘোষণা করেন তিনি।
এদিকে, সৌদি জোটের যুদ্ধ জাহাজ থেকে এডেন নগরীকে লক্ষ্য করে গোলা ছোঁড়ার অভিযোগ নাকচ করে দিয়েছে সৌদি এক কর্মকর্তা। কিন্তু নানা সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, এডেনে প্রচণ্ড সংঘর্ষ চলছে। এডেনের প্রতিটি গলিতে যুদ্ধ ছড়িয়ে পড়েছে ফলে অনেকেই আর শহর ছেড়ে পালানোর পথ পাচ্ছে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির এক মুখপাত্র।
নতুন কমেন্ট যুক্ত করুন