আমেরিকার সাইবার রাশিয়ার হ্যাকারদের দখলে
আমেরিকার সাইবার রাশিয়ার হ্যাকারদের দখলে
টিভি শিয়া: মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন কম্পিউটার ব্যবস্থা এবং হোয়াইট হাউজের স্পর্শকাতর অংশগুলোতে ঢোকার চেষ্টা করেছে রুশ হ্যাকাররা।
আরো বলা হয়েছে যে, তদন্তে যে সব তথ্য উঠে এসেছে তাতে দেখা গেছে, প্রেসিডেন্ট বারাক ওবামার কর্মসূচির বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক ভাবে হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। প্রেসিডেন্টের কর্মসূচির এ সব বিবরণ প্রকাশ করা হয় না।
এ ছাড়া, গত অক্টোবরে ওবামার দফতরের কম্পিউটারে সন্দেহজনক তৎপরতার কথা জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই, হোয়াইট হাউজ এবং মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সংস্থা সিক্রেট সার্ভিস ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সাইবার হামলার বিষয়ে তদন্ত করেছে। মার্কিন সরকারি ব্যবস্থার বিরুদ্ধে এ যাবৎ যত সাইবার হামলা হয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে মারাত্মক বলে সিএনএন’এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তদন্তকারীরা বলছেন, মার্কিন পররাষ্ট্র দফতরের কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা প্রথমে ভেঙ্গেছে হ্যাকাররা; পরে এর মাধ্যমেই হোয়াইট হাউজে সাইবার হামলার রাস্তা পরিষ্কার করা হয়েছে। হ্যাকাররা মার্কিন পররাষ্ট্র দফতরের ইমেইল অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখান থেকে ভুয়া ইমেইল পাঠিয়ে হোয়াইট হাউজের কম্পিউটার ব্যবস্থায় ঢুকেছে।
এক কর্মকর্তা স্বীকার করেন, মার্কিন পররাষ্ট্র দফতরের কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা অনেক মাস ধরে হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল । তা ছাড়া, এ ভয়াবহ সাইবার হামলা এখনো শেষ হয়েছে কিনা সে বিষয় নিশ্চিত হতে পারে নি মার্কিন কর্মকর্তারা।
নতুন কমেন্ট যুক্ত করুন