আরব লিগের যৌথ সামরিক বাহিনী গঠনের সিদ্ধান্তকে সমর্থন করছে পেন্টাগন

আরব লিগের যৌথ সামরিক বাহিনী গঠনের সিদ্ধান্তকে সমর্থন করছে পেন্টাগন

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী আশ্টন কার্টার ঘোষণা করেছেন, আরব লিগের যৌথ সামরিক বাহিনী গঠনের সিদ্ধান্তকে সমর্থন করছে পেন্টাগন। এ ছাড়া, এ কাজে আরব লিগকে পেন্টাগন সহায়তা করছে বলেও জানান তিনি।
 
নিউ ইয়র্কের ফোর্ট ড্রাম পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করার  জন্য আরব লিগের দেশগুলো যে সিদ্ধান্ত নিয়েছে তাকে ভাল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
 
আরব লিগের দেশগুলো আমেরিকার অংশীদার এবং নিরাপত্তা বিষয়ক মিত্র হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমেরিকার এবং তাদের স্বার্থের জন্য কোনো পদক্ষেপ যদি এ সব দেশ গ্রহণ করে আগের মতই ওয়াশিংটন তাদের অংশীদার হিসেবে থাকবে।
 
আরব লিগ গত সপ্তাহে সর্ব সম্মত ভাবে যৌথ সামরিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আরব দেশগুলোর বিরুদ্ধে কথিত হুমকি মোকাবেলায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়েছে।

নতুন কমেন্ট যুক্ত করুন