যৌথ সামরিক বাহিনী গঠনের নীতিগত সিদ্ধান্তে আরব লিগ
যৌথ সামরিক বাহিনী গঠনের নীতিগত সিদ্ধান্তে আরব লিগ
আরব লিগের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি বলেছেন, আরব লিগভুক্ত দেশগুলো যৌথ সামরিক বাহিনী গঠনের বিষয় নীতিগত ভাবে সম্মত হয়েছে। তার ভাষায় কথিত নিরাপত্তা হুমকি মোকাবেলায় এ বাহিনী গঠন করা হবে বলে জানিয়েছেন সিসি। লোহিত সাগর তীরবর্তী মিশরের নগরী শার্ম-আশ-শেইখে আরব লিগের ২৬তম শীর্ষ অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন সিসি।
তিনি জানান, আরব লিগের যৌথ বাহিনী গঠনের বিষয়টি দেখাশোনা করার জন্য আরবিয় দেশগুলোর সেনা বাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করা হবে।
এদিকে, আরব লিগ মহা সচিব নাবিল এলআরাবি আরব দেশগুলোর তার ভাষায় জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি জরুরি ভিত্তিতে মোকাবেলা করার আহ্বান জানান। এ জাতীয় সংকট একযোগে সামরিক, অর্থনৈতিক এবং সামাজিক তৎপরতার মাধ্যমে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া, ইয়েমেনের হুথি আনাসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে সৌদি জোটের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নতুন কমেন্ট যুক্ত করুন