আরব সাগর-তীরে পৌঁছে গেছে আনসারুল্লাহর সেনারা

আরব সাগর-তীরে পৌঁছে গেছে আনসারুল্লাহর সেনারা

আরব সাগর-তীরে পৌঁছে গেছে আনসারুল্লাহর সেনারা

ইয়েমেনের জনপ্রিয় গণ-আন্দোলন আনসারুল্লাহর অনুগত বিপ্লবী গণ-কমিটি বা স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য এবং সশস্ত্র সেনাদল গতকাল (শুক্রবার) দেশটির দক্ষিণাঞ্চলে আবইয়ান প্রদেশ সংলগ্ন আরব সাগরের তীরে পৌঁছে গেছে।
 
ইয়েমেনের স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী আবইয়ান প্রদেশের শাক্বরাহ শহরে অবস্থান নেয়ায় এডেন বন্দরে প্রবেশের সবগুলো স্থল পথের নিয়ন্ত্রণ তাদের হাতে এলো। শাক্বরাহ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এডেন বন্দরই হল পদত্যাগী প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত সেনাদের সর্বশেষ ঘাঁটি।

গত প্রায় এক সপ্তাহ ধরে হাদির অনুগত সেনাদের সঙ্গে সরকারি ও স্বেচ্ছাসেবী বাহিনীর সংঘর্ষের পর সেখানে আনসারুল্লাহর এই বিজয় অর্জিত হল। আনসারুল্লাহর অনুগত সেনারা এডেনের পশ্চিম-উত্তরে অবস্থিত আলমাখা শহরটিও দখল করে নিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে ইয়েমেনের ওপর সৌদি সরকার ও তার মিত্রদের বিমান হামলা অব্যাহত থাকা সত্ত্বেও এডেন বন্দর শিয়া হুথিদের নেতৃত্বাধীন আনসারুল্লাহর দখলে চলে আসতে পারে।

আবইয়ান প্রদেশের লোদর ও শাক্বরাহ শহরে আনসারুল্লাহর সেনাদের হাতে আলকায়দার সেনারা পরাজিত হয়েছে বলে লেবাননের আলমানার টেলিভিশনও খবর দিয়েছে।
আনসারুল্লাহর অনুগত সরকারি ও স্বেচ্ছাসেবী বাহিনী গতকাল বিরজান শাবওয়া প্রদেশের আল নোমান এবং ১১৯ ব্রিগেডের সদর দপ্তর থেকেও আলকায়দার সন্ত্রাসীদের তাড়িয়ে দিতে সক্ষম হয়।
 

নতুন কমেন্ট যুক্ত করুন