স্থল অভিযানের প্রস্তুতি: ইয়েমেনে মিশর-সৌদি যুদ্ধজাহাজ: সুয়েজে খাল দিয়ে এগিয়ে চলেছে মিশরের ফ্রিগেট

স্থল অভিযানের প্রস্তুতি: ইয়েমেনে মিশর-সৌদি যুদ্ধজাহাজ: সুয়েজে খাল দিয়ে এগিয়ে চলেছে মিশরের ফ্রিগেট

ইয়েমেন উপকুলের বাব-এল-মান্দাব প্রণালীতে সৌদি আরব এবং মিশর যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ইয়েমেনে স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
মিশরের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, আরব সাগর থেকে একমাত্র সুয়েজ খাল দিয়ে এ প্রণালীতে ঢোকা যায়। এ পথে  মিশর ও সৌদি আরব বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এ সব জাহাজ এরইমধ্যে বাব-এল-মান্দাবের কাছে পৌঁছে গেছে বলে সেনাসূত্রগুলো জানিয়েছে। দুটো ডেস্ট্রয়ারসহ আরো দু’টি রণতরী বাব-এল-মান্দাব প্রণালীতে পৌঁছে যাওয়ার কথা স্বীকার করেন এক সেনা কর্মকর্তা।
 
এদিকে, রিয়াদ ইয়াসিন সৌদি আরবের আল-আরাবিয়া নিউজ চ্যানেলকে বলেছেন, মিশরের নৌবাহিনী বাব-এল-মান্দাব প্রণালী দিয়ে এগিয়ে চলেছে। ইয়েমেনের ক্ষমতাচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রিয়াদ ইয়াসিন।
 
এ ছাড়া, তার ভাষায় পদাতিক বাহিনী ইয়েমেনে মোতায়েনের “ব্যবস্থা” নেয়া হয়েছে। ইয়েমেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নাসের আল-মারাকাশি বলেছেন, স্থল অভিযানে আগে অন্তত এক সপ্তাহ ধরে বিমান হামলা করবে সৌদি জোট। চলতি মাসের ২৬ তারিখ থেকে এ হামলা শুরু করা হয়েছে।
 
ইয়েমেনের এডেন বন্দর বা হাদরামাউন্ত প্রদেশ দিয়ে স্থল অভিযান শুরু হতে পারে বলে ধারণা করেন নাসের আল-মারাকাশি। এ প্রদেশে হুথিদের যোদ্ধাদের শক্তিশালী ঘাঁটি রয়েছে।

নতুন কমেন্ট যুক্ত করুন