ইয়েমেনে সৌদি আগ্রাসনে সহযোগিতা আরও বৃদ্ধি করবে ব্রিটেন
ইয়েমেনে সৌদি আগ্রাসনে সহযোগিতা আরও বৃদ্ধি করবে ব্রিটেন
ইয়েমেনে সৌদি হামলায় সহযোগিতা আরও বাড়াবে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড সৌদি আরবকে এ প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রিটিশ দৈনিক ‘টেলিগ্রাফ’ লিখেছে- ইয়েমেনে হামলার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা দেবে ব্রিটেন। তবে সরাসরি হামলায় অংশ নেবে না বলে তিনি জানিয়েছেন।
এর আগে গতকাল (শুক্রবার) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হ্যামন্ড ইয়েমেনে সৌদি হামলার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইয়েমেনে ইরান-সমর্থিত শাসন ব্যবস্থাকে সৌদি আরব মেনে নিতে পারে না। এ কারণেই সৌদি আরব ইয়েমেনে হস্তক্ষেপ করেছে বলে তিনি জানান।
গত বুধবার রাত থেকে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেছে সৌদি আরব। এ আগ্রাসনে শরিক হয়েছে কয়েকটি আরব ও পশ্চিমা দেশ। আমেরিকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল-জুবেরি বলেছেন, আমেরিকার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই এ হামলা চালানো হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন