ইরানের বিরূদ্ধে আমেরিকার ষড়যন্ত্রে জাল ছিড়ে যেতে পারে
ইরানের বিরূদ্ধে আমেরিকার ষড়যন্ত্রে জাল ছিড়ে যেতে পারে
টিভি শিয়া: ইরানের তেল খাতে জড়িত থাকার অভিযোগে বেলারুশের রাষ্ট্রীয় তেল কোম্পানি বেলারুশনেফতের ওপর ২০১১ সালে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৭ সালে ইরানের তেল কোম্পানি নাফ্তইরান ইন্টারট্রেডের সঙ্গে বেলারুশের তেল কোম্পানি ৫০ কোটি ডলারের চুক্তি করে।
এ সম্পর্কে ওয়াশিংটন বলেছে, “বেলারুশের কোম্পানিটি নিষেধাজ্ঞা বহাল রাখার মতো কোনো তৎপরতায় জড়িত নেই; সে কারণে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বেলারুশের ওই কোম্পানির ওপর থকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
নিষেধাজ্ঞার কারণে বেলারুশের এ কোম্পানি মার্কিন এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক কোনো ধরনের সহযোগিতা পাচ্ছিল না। এছাড়া, ব্যাংক ঋণ ও লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রেও নানা জটিলতা দেখা দেয়।
আমেরিকা ইরানকে পরাস্থ করার জন্য সব ধরণের চেষ্টা চালিয়েছে। কিন্তু হয়তো আমেরিকা সকলের সাথে নিজেকে নিষেধাজ্ঞার জালে আটকাতে চাচ্ছে না। কেননা সে বুঝতে পারছে যে, আর কিছুদিন এভাবে চললে সে নিজেই হয়তো উক্ত নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। আর তাই সময় থাকতে সে নিজেকে উক্ত নিষেধাজ্ঞার ধুম্রজাল থেকে পরিত্রাণ দেয়ার চেষ্টা করছে।
নতুন কমেন্ট যুক্ত করুন