আরব লীগের ইসরাইল-বিরোধী প্রস্তাব; উঠবে জাতিসংঘে

আরব লীগের ইসরাইল-বিরোধী প্রস্তাব; উঠবে জাতিসংঘে

মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের বৈঠক
 ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদরিত্বের অবসান চেয়ে একটি প্রস্তাব তৈরি করেছে আরব লীগ। গতকাল (রোববার) আঞ্চলিক এ জোট ওই প্রস্তাব চূড়ান্ত করেছে এবং প্রস্তাবটি পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হবে।
 
প্রস্তাবে গোলান মালভূমি ও লেবাননসহ সব অধিকৃত ভূখণ্ড থেকে ইসরাইলি দখলদারিত্ব প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, লাখ লাখ ফিলিস্তিনির নিজ ভূখণ্ড ছেড়ে অন্য জায়গায় বসবাসকে ঘিরে সৃষ্ট সমস্যার ন্যায্য সমাধানের জন্য উপযুক্ত পথ খোঁজার আহ্বান জানানো হয়েছে এ প্রস্তাবে।
 
এর আগে, ২০১৪ সালে আরব লীগ একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছিল জাতিসংঘে কিন্তু আমেরিকার ভেটোর কারণে তা বাতিল হয়ে যায়। ওই প্রস্তাবে বলা হয়েছিল- ২০১৭ সালের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের সমস্ত দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।
 
১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস, গাজা উপত্যকা ও পশ্চিম তীর দখল করে নেয়। ওই যুদ্ধে ইসরাইল গোলান মালভূমিও দখল করে। তবে, এর মধ্যে ২০০৫ সালে গাজা থেকে সেনা সরিয়ে নেয় ইসরাইল। তারপরও মাঝেমধ্যেই গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়েছে ইহুদিবাদী বাহিনী। এছাড়া, গাজার ওপর দীর্ঘদিন ধরে অবরোধ চাপিয়ে রেখেছে ইসরাইল।

নতুন কমেন্ট যুক্ত করুন