সর্বোচ্চ নেতার বাণীতে ইসলামের খাঁটি পরিচয় ফুটে উঠেছে: ড. রুহানি
সর্বোচ্চ নেতার বাণীতে ইসলামের খাঁটি পরিচয় ফুটে উঠেছে: ড. রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমা যুব সমাজের প্রতি তার দেশের সর্বোচ্চ নেতার বাণীতে ইসলামের সঠিক পরিচয় ফুটে উঠেছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ সফররত প্রেসিডেন্ট হাসান রুহানি সেখানকার আলেম সমাজের সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেছেন।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মানবতা বিরোধী অপরাধের কথা উল্লেখ করে ড. রুহানি বলেন, ইসলামের শত্রুরা এ ধরনের সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করেছে। বর্বরোচিত অপরাধ করে তা ইসলামের নামে চালিয়ে দেয়ার লক্ষ্যে এসব উগ্র গোষ্ঠী তৈরি করেছে পাশ্চাত্য। অথচ এ ধরনের বর্বরতার কোনো স্থান শান্তির ধর্ম ইসলামে নেই।
ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমান স্পর্শকাতর প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব হচ্ছে বিশ্ববাসীর সামনে ইসলামের সঠিক চিত্র তুলে ধরে প্রমাণ করা যে সহিংসতা ও সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পশ্চিমা যুব সমাজকে দেয়া বাণীতে এ বিষয়টিই তুলে ধরেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি তার ওই বাণীতে পশ্চিমা গণমাধ্যম ও রাষ্ট্রনেতাদের পক্ষ থেকে প্রচারিত ইসলামে বিভ্রান্ত না হতে পাশ্চাত্যের যুব সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইসলামকে চিনতে হলে পশ্চিমা যুব সমাজের উচিত পবিত্র কুরআনসহ এ ধর্মের পরিচিতিমূলক গ্রন্থগুলো অধ্যয়ন করা।
নতুন কমেন্ট যুক্ত করুন